Viral News: পছন্দের দলকে ভোট দেননি স্ত্রী, জানতে পেরে যা করলেন স্বামী
সদ্য শেষ হয়ে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে পছন্দের দলকে ভোট দেননি স্ত্রী। জানতে পেরে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়ার সঙ্গে স্ত্রীকে মারধর ও ডিভোর্সের হুমকিও দিয়েছেন ওই ব্যক্তি। এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্য পুলিশের কাছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে FIR দায়ের করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্ত্রীর উপর শারীরিক নির্যাতন ও তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘৃণ্য কাজের জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে নিজের এক আত্মীয়র সঙ্গে কথা বলছিলেন ওই মহিলা। তিনি বলেন, তিনি যাঁকে ভোট দিয়েছেন, ওই ব্যক্তি জেতায় তিনি খুব খুশি হয়েছেন। আর এই কথা শোনা মাত্র স্ত্রীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন স্বামী। ঘটনাটি ঘটেছে বরেলির বরদরি এলাকায়।
নির্যাতিতা মহিলা জানিয়েছেন যে, দেশের মুসলিম মহিলাদের অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেয় এক দলের নেতা। আর সেই কারণেই ওই দলকে ভোট দেন তিনি। স্বামী এই কথা জানার পরই তাঁকে মারধর করার পাশাপাশি বাড়ি থেকে বের করে দেন। তার সঙ্গে বিবাহবিচ্ছেদেরও হুমকি দেন।
এমন অবস্থায় স্বামী যখন তাঁকে মারধর করছেন, তখন ওই মহিলা সাহায্য চাইতে একটি এনজিও-র সঙ্গে যোগাযোগ করেন। এরপরই পুলিশ এবং সংবাদমাধ্যমের কাছে খবরটি পৌঁছয়।
জানা গিয়েছে, ওই দম্পতি গত বছর একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়। সেখানে পরিবারের সদস্য থেকে আত্মীয়রাও উপস্থিত ছিলেন।
এই ঘটনায় বরদরির এসএইচও নীরজ মালিক জানিয়েছেন যে, পুলিশের কাছে খুব শীঘ্রই লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন ওই মহিলা। যদি তিনি অভিযোগ দায়ের করেন, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
তিনি আরও জানাচ্ছেন, যদি ওই মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চান, তাহলে FIR দায়ের করা হবে। আর যদি তিনি চান যে তাঁদের সমস্যা সমাধানে আমরা কথাবার্তা বলি, তাহলে অন্য দফতরে আমরা অভিযোগটি পাঠিয়ে দেব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -