Lathmar Holi 2021 Photos: 'লাঠমার হোলি'-তে মেতে উঠল মথুরা, কী এর মাহাত্ম্য জানুন
শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা। হোলির সময় প্রতিবছর মেতে ওঠে এই জেলা। এখানে রঙের উৎসবের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। হোলিকে বিশেষভাবে উদযাপন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোলির আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই প্রাক-হোলি উৎসবে মেতে উঠল মথুরা। এই বিশেষ উৎসবে লাঠি দিয়ে খেলা হয়। যে কারণে, এই উৎসবের নাম লাঠমার হোলি। এই উৎসবে, পুরুষরা মহিলাদের রং দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেন। মহিলারা নিজেদের লাঠি দিয়ে রক্ষা করেন।
এখানে বলে রাখা প্রয়োজন, মথুরা শহর থেকে ৪২ কিলোমিটার দূরে বারসানা গ্রামে এই লাঠমার হোলি খেলা হয়ে থাকে। বলা যেতে পারে, এই বিশেষ উৎসবের জন্যই এই গ্রাম বিখ্যাত।
মঙ্গলবার এই গ্রাম মেতে উঠেছিল লাঠমার হোলিতে। সেখানে মহিলারা পুরুষদের লাঠির বাড়ি মেরিছিল। আজ উৎসবের দ্বিতীয় পর্ব। আজ মহিলাদের রঙ লাগিয়ে 'বদলা' নেওয়ার পালা পুরুষদের।
উৎসবের অঙ্গ হিসেবে মহিলাদের প্রহার থেকে বাঁচার জন্য পুরুষরা ঢাল ব্যবহার করে।
উৎসবের ঐতিহ্যকে বজায় রেখে গান গাওয়া হয়। গানের কথা হল-- হোলির খেলা খেলতে কৃষ্ণ এল বারসানায়।
উৎসবের অঙ্গ হিসেবে আজ বারসানা থেকে মহিলারা নন্দগাঁও যাবেন। সেখানে গিয়ে হোলির খেলা খেলবেন।
উৎসবের আগে, স্থানীয় লাডলি মন্দিরে প্রার্থনা সারেন সকল অংশগ্রহণকারীরা।
মথুরায় হোলির সাতদিন আগে থেকে উৎসব শুরু হয়ে যায়। এবছর হোলি ২৯ মার্চ। ২২ মার্চ থেকেই এখানে শুরু হয়ে গিয়েছে উৎসব।
কথিত রয়েছে, রঙ খেলে সখাদের সঙ্গে রাধার কাছে শ্রীকৃ্ষ্ণ পৌঁছলে, রাধা তাঁকে লাঠি দিয়ে মেরেছিলেন। (সব ছবি সৌজন্য় - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -