Anant Ambani Dubai House: নিজস্ব সমুদ্র সৈকত, ভিতরে-বাইরে সুইমিং পুল, ছেলের জন্য দুবাইয়ে ৬৪০ কোটির ভিলা কিনলেন মুকেশ আম্বানি
করোনায় সাধারণ মানুষের রোজগার চলে গেলেও বিত্তশালীদের সম্পত্তি বেড়েছে বই কমেনি বলে ধরা পড়েছে সমীক্ষায়। তার মধ্যেই ছেলের জন্য দুবাইয়ে প্রাসাদোপম ভিলা কিনলেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমু্ম্বইয়ে আম্বানিদের গগনচুম্বী ২৭ তলার টাওয়ার এমনিতেই দর্শনীয় স্থান হয়ে উঠেছে। মন্দির, গ্যারাজ থেকে শুরু করে হেলিপ্যাড, হেন কোনও সুবিধা বাকি নেই, যা সেখানে নেই।
মুকেশের তিন সন্তান, আকাশ, ইশা এবং অনন্ত। এর আগে, গত বছর ব্রিটেনে বড় ছেলে আকাশের জন্য ৬৩২ কোটি টাকা দিয়ে প্রাসাদোপম একটি বাড়ি কেনেন তিনি। রিলায়্যান্সে জিও-র চেয়ারম্যান আকাশ। রিলায়্যান্সের বিদ্যুৎ বিভাগ তুলে দেওয়া হতে পারে অনন্তর হাতে। ইশার রিটেলের দায়িত্ব নিতে পারেন।
এ বার ছোট ছেলের জন্য দুবাইয়ের অন্যতম বিলাসবহুল বাড়িটি কিনে ফেলেছেন মুকেশ। সেখানকার পাম জুমেইরাতে অবস্থিত ওই বাড়ি। ভারতীয় মুদ্রায় দাম পড়েছে প্রায় ৬৪০ কোটি টাকা। ছোট ছেলে অনন্তর নামে ওই বাড়ি কিনেছেন মুকেশ।
ওই বাড়িতে শয়নকক্ষের সংখ্যা ১০। রয়েছে ব্যক্তিগত স্পা। ভিতরে-বাইরে দু’-দু’টি সুইমিং পুল। দ্বিতল ওই বাড়িতে রয়েছে ওপেন কনসেপ্ট কিচেন। এ ছাডা়ও রয়েছে পানশালা, স্যালোঁ।
মোট ৩৩ হাজার স্কোয়্যার ফুট জায়গা জুড়ে অবস্থিত বাড়িটি। ৭০ মিটার দীর্ঘ একান্ত ব্যক্তিগত সমুদ্রসৈকত রয়েছে। গোটা বাড়িটি তৈরি ইটালিয়ান মার্বেলে।
২০ লক্ষ দিরহামের বিনিময়ে সম্পত্তি কিনলে কমপক্ষে ১০ বছরের ভিসা পাওয়া যায় দুবাইয়ের রিয়েল এস্টেটের বাজারদরে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে দুবাই। তাই বিনিয়োগকারীদের কাছে দুবাই অত্যন্ত জনপ্রিয়।
দুবাইয়ের পাম জুমেইরায় প্রতিবেশী হিসেবে শাহরুখ খান, ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্য়ামদের পাবেন অনন্ত। ওই বাড়িটির দেখভালের দায়িত্ব পেয়েছেন রিলায়্যান্সের কর্পোরেট বিভাগের ডিরেক্টর পরিমল নাথওয়ানি।
দুবাইয়ে কেনা ওই বিলাসবহুল ভিলায় অনন্ত থাকবেন, নাকি নেহাত বিনিয়োগের জন্যই কেনা হয়েছে, তা যদিও স্পষ্ট নয়। তবে আম্বানিদের সম্পত্তিতে আরও এক পালক যোগ হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -