Cheetahs In India: খাঁচা খুলে দিলেন মোদি, DSLR হাতে তুললেন ছবিও, কুনো অভয়ারণ্যে ৮ চিতা
প্রতীক্ষার অবসান হল অবশেষে। খাঁচা খুলে আট চিতাকে অভয়ারণ্যে ছাড়লেন প্রধানমন্ত্রী মোদি। মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে রাখা হবে চিতাগুলিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সেখানকার এনক্লোজারে খাঁচা খুলে চিতাগুলিকে ছেড়ে দেন মোদি। ঘটনাচক্রে শনিবারই প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন। তাই সাত দশক পর ভারতে চিতার পদার্পণ এবং প্রধানমন্ত্রীর জন্মদিনকে সংযোগ হিসেবে দেখছেন বিজেপি সমর্থকদের অনেকে।
শনিবার মধ্যপ্রদেশের গ্বালিয়রে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে আটটি চিতা নিয়ে অবতরণ করে বায়ুসেনার বিশেষ কার্গো কপ্টার 'চিনুক'। সকাল ৮টা নাগাদ সেখানে অবতরণ করে কপ্টারটি।
বেসমারিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোটা বিষয়টির তদারকির দায়িত্বে ছিলেন। বায়ুসেনা ঘাঁটি থেকে কুনো জাতীয় অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়।
পরে শাংহাই সম্মেলন থেকে সটান গ্বালিয়র পৌঁছন মোদিও। খাঁচা খুলে চিতাগুলিকে মুক্ত করেন তিনি। ডিএসএলআর ক্যামেরা হাতে ছবিও তুলতে দেখা যায় তাঁকে।
বিশ্বের দ্রুতগামী পশু চিতা। নমিবিয়ার আন্তর্জাতিক অলাভজনক সংস্থা চিতা সংরক্ষণ ফান্ড তাদের অস্তিত্ব রক্ষায় তৎপর। ভারতে এসে পৌঁছনো আটটি চিতার মধ্যে পাঁচটি স্ত্রী-চিতা। তাদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। পুরুষ চিতা রয়েছে তিনটি। তাদের বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছর।
নমিবিয়া থেকে ৮টি চিতা আনতে প্রায় ৭০ কোটি টাকা খরচ পড়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা ব্যয় করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ন্যাশনাল টাইগার রিজার্ভেশন অথরিটির সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে তাদের।
অতীতে ভারতে এশিয়াটিক চিতার বাস ছিল। কিন্তু ১৯৫২ সালে অভ্যন্তরীণ ভাবে চিতার বিলুপ্তির ঘোষণা করা হয়। আন্তঃমহাদেশীয় স্থানান্তরণ প্রকল্পের আওতায় সাত দশক পর ভারতে ফের চিতার আগমন ঘটল। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো অভয়ারণ্য, গ্বালিয়র থেকে দূরত্ব ১৬৫ কিলোমিটার। সবুজ গাছ-গাছালি, ঘাসে ঢাকা উদ্যান এবং শিকারের পর্যাপ্ত জোগান থাকায় কুনো অরণ্যকে ওই আট চিতার নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কিন্তু পশুপ্রেমীরা এই উদ্যোগের সমালোচনা করছেন। তাঁদের আশঙ্কা, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে এই আট চিতার। উল্টে কুনো অভয়ারণ্যে যে চিতাবাঘগুলি রয়েছে, তাদের সঙ্গে সংঘর্ষ দেখা দিতে পারে চিতাগুলি
আফ্রিকা থেকে ভারতে চিতা আনার পরিকল্পনা ২০০৯ সালেই গৃহীত হয়। কিন্তু নানা কারণে ওই পরিকল্পনা পিছিয়ে যেতে থাকে। ২০২১-এর নভেম্বরে চিতা আনা হবে বলে এর আগে ঠিক হয়েছিল। কিন্তু করোনার কারণে প্রক্রিয়া আটকে যায়। গোটা বিশ্বে চিতার সংখ্যা ৭ হাজার। তাদের ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -