Prophet Remarks Row: পয়গম্বর বিতর্কে অবরোধ-স্লোগান-আগুন-বিক্ষোভে উত্তাল দেশ, কোথাও কার্ফু ; কোথাও মোতায়েন নিরাপত্তাবাহিনী
দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় শুক্রবারও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল দেশের বিভিন্ন প্রান্তে। নমাজের পর দিল্লির জামা মসজিদের বাইরে প্রতিবাদ শুরু হয়। নূপুর শর্মার গ্রেফতারির দাবি ওঠে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবারের নমাজের পর প্রতিবাদ শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়ও। লখনউয়ে তিলে ওয়ালি মসজিদে ওঠে স্লোগান।
লখনউয়ে তিলে ওয়ালি মসজিদে প্রতিবাদ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেইজন্য নজরদারি চালায় নিরাপত্তাবাহিনী।
দিল্লিতে জামিয়া মিলিয়া ইসমালিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা প্রতিবাদে সরব হন। একই ইস্যুতে বিক্ষোভ চলে পাঞ্জাব, হায়দরাবাদ, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর-সহ বিভিন্ন রাজ্যে।
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভ-স্লোগান ওঠে কাশ্মীরেও। জম্মুর ভাদেরওয়ায় কার্ফু জারি করে প্রশাসন। কাশ্মীরের কিছু অংশে হয় শাটডাউন।
জম্মু ও কাশ্মীরের লালচক, বাতামাল্লু, টেংপোরা এবং শ্রীনগরের অন্য অংশেও প্রতিবাদে সামিল হন বিক্ষুব্ধরা।
সাহারাণপুরে বিক্ষোভকারীদের আটকের চেষ্টা পুলিশের। সাহারাণপুর, মোরাদাবাদ, রামপুর ও লখনউয়ে স্লোগান ওঠে। অটলা এলাকায় পাথর ছোড়ে বিক্ষোভকারীরা।
হায়দরাবাদের মক্কা মসজিদের বাইরে প্রতিবাদ শুরু হয়। পরে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। ওই এলাকায় পুলিশবাহিনী ও সিআরপিএফ মোতায়েন করা হয়।
অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া। রণক্ষেত্রের চেহারা নেয় উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
হাওড়ার দুই জায়গায় বিজেপি-র দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। উলুবেড়িয়া এবং পাঁচলায় বিজেপি-র দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -