PM Modi Varanasi Visit:আলোকমালায় সাজল গঙ্গার ঘাট, ক্রুজে বসে সন্ধ্যা আরতি দেখলেন প্রধানমন্ত্রী
বারাণসীতে ক্রুজে বসে গঙ্গার ঘাটে আরতি দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এটি ছিল বারাণসীতে তাঁর এদিনের তৃতীয় কর্মসূচী।
আজ ৩৩৯ কোটি টাকা ব্যয়ে তৈরি কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের প্রথম ফেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বারাণসী পৌঁছে প্রথমে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আরতি করেন মোদি।
এরপর খিরকিয়া ঘাট থেকে অলকানন্দা ক্রুজে পৌঁছন ললিতা ঘাটে।
কাশীর ললিতা ঘাটে নেমে গেরুয়া বস্ত্র পরে গঙ্গা স্নান, সূর্যের আরাধনা এবং গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী।
তারপর এখান থেকে হেঁটে যান কাশী বিশ্বনাথ মন্দিরে।
এর মধ্যেই প্রধানমন্ত্রী ট্যুইট করেন, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করে আমি কৃতার্থ। মনে হচ্ছিল যেন কলকল শব্দে মা গঙ্গা আমাকে এই বিশ্বনাথ ধামের জন্য আশীর্বাদ জানাচ্ছেন।
এরপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পের শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন প্রধানমন্ত্রী
প্রকল্পের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সঙ্গে মোদির মধ্যাহ্নভোজ
সন্ধ্যা আরতির সময় হাজার হাজার দীপের আলোকে সেজে উঠেছিল ঘাট।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা, যোগী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এম ভি বিবেকানন্দ ক্রুজ বিশিষ্ট অতিথিদের এক স্মরণীয় যাত্রাপথে নিয়ে গেল। অতিথিরা আলোক সজ্জিত ঘাটগুলি ঘুরে দেখলেন সুপ্রাচীন এই শহর।
প্রধানমন্ত্রী ও সন্ধ্যার আরতি দেখতে ঘাটগুলিতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ।
দশাশ্বমেধ ঘাটে ক্রুজ থামতেই সমবেত স্বরে ধ্বনি ওঠে হর হর মহাদেব।
পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি ও শঙ্খের আওয়াজে পরিবেশ পবিত্র রূপ ধারণ করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -