Smriti Van Memorial: ৪৭০ একর জুড়ে যন্ত্রণার চিহ্ন, ভূমিকম্প পীড়িতদের শ্রদ্ধার্ঘ মোদির, গুজরাতে ‘স্মৃতি বন সৌধ’
প্রায় দু’দশক আগের ঘটনা। তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছিল চারিদিক। সবমিলিয়ে প্রাণ হারিয়েছিলেন ১৩ হাজার থেকে ২০ হাজার মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ের সেই ভয়াবহ মুহূ্র্ত আজ অতীত। কিন্তু রয়ে গিয়েছে যন্ত্রণাময় স্মৃতি। তা বুকে নিয়েই ভবিষ্যতের পথে এগিয়েছেন মানুষ। তাঁদের সেই সহিষ্ণুতার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে গুজরাতে ‘স্মৃতি বন সৌধ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাতের কচ্ছের ভুজ শহরের ভুজিও হিল এলাকায় ৪৭০ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে ‘স্মৃতি বন সৌধ’। দু’দিনের গুজরাত সফরে গিয়ে রবিবার তার উদ্বোধন করেন মোদি।
‘স্মৃতি বন স্মৃতিসৌধ’ উদ্বোধন করে মোদি জানান, কচ্ছের মানুষের সহিষ্ণুতাকে সম্মান জানাতেই এই নির্মাণ। হাজার হাজার মানুষ, ভূমিকম্পে প্রাণ হারান যাঁরা, ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েও দমে না গিয়ে, লড়াই চালিয়ে গিয়েছেন যাঁরা, তাঁদের কুর্ণিশ জানাতেই এমন উদ্যোগ।
দেশে এই প্রথম এমন স্মৃতিসৌধ নির্মিত হল। ২০০১ সালের ২৬ জানুয়ারির ভূমিকম্পে যাঁরা প্রাণ হারান, তাঁদের নাম খোদাই করা রয়েছে সৌধে। এর মধ্যে তৈরি করা হয়েছে ‘স্টেট অফ দ্য আর্ট স্মৃতি বন আর্থকোয়েক মিউজিয়ামও’।
তৈরি করা হয়েছে ‘স্টেট অফ দ্য আর্ট স্মৃতি বন আর্থকোয়েক মিউজিয়ামও’। গুজরাত সরকার প্রদত্ত তথ্য অনুযায়ী ব্যাসল্ট শিলা ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সৌধ। ভূমিকম্পে কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার বিভিন্ন মুহূর্তও তুলে ধরা হয়েছে।
পাহাড়ের উপর তৈরি এই সৌধ ভাস্কর্যপ্রেমীদের নজর কাড়বেই। সৌধের ভিতর 5D স্টিমুলেটর ব্যবহার করে ভূমিকম্পের সময়কার পরিস্থিতিও অনুভব করতে পারেন সাধারণ মানুষ।
সৌধের ভিতর থিয়েটারও রয়েছে। সেখানে ভাইব্রেশন প্রযুক্তি বসানো রয়েছে। ফলে ভূমিকম্পের সময় যে কম্পন অনুভূত হয়, সশরীরে তা অনুভব করতে পারবেন সকলে।
এ ছাড়াও আটটি ব্লক জুড়ে হরপ্পা সভ্যতার নিদর্শন, ভূমিকম্প সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, গুজরাতের সংস্কৃতি, ভূমিকম্পের পর কচ্ছের বিবর্তন, সব তুলে ধরা হয়েছে।
সৌধে ৫০টি অডিও-ভিস্যুয়াল মডেল রয়েছে। রয়েছে হলোগ্রাম, ভার্চুয়াল রিয়্যালিটি বিভাগ। সেখানে একসঙ্গে ৩ হাজার গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা রয়েছে। রয়েছে সোলার প্ল্যান্ট।
বেশ কয়েক বছর আগেই ‘স্মৃতি বন স্মৃতিসৌধ’ প্রকল্পের ঘোষণা হয়। মাঝে শোনা গিয়েছিল, প্রকল্পের জন্য টাকা কম পড়ছে। কিন্তু গুজরাত সরকারের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে সৌধ নির্মাণে ১৫৫ কোট টাকা দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -