Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Twin Tower Demolition : ৩,৭০০ কেজি বিস্ফোরক ব্যবহারে মাত্র ১২ সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হল নয়ডার টুইন টাওয়ার
সুপ্রিম কোর্টের নির্দেশে মাত্র ১২ সেকেন্ডে ধূলিসাৎ হল নয়ডার সেক্টর 93A-র বেআইনি টুইন টাওয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিস্ফোরণের জেরে আশপাশের এলাকায় ধুলোর ঝড় ওঠে। দূষণের আশঙ্কায় নয়ডাবাসী।
হোসপাইপ ব্যবহার করে জল ছেটানো শুরু হয়েছে। সন্ধে সাড়ে ৬টার পর স্থানীয় বাসিন্দাদের বাড়ি ফেরানোর কাজ শুরু হবে।
এদিন দুপুর আড়াইটেয় ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয় UNESCO-র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত। যার নাম দেওয়া হয় অপারেশন ডিনামাইট।
সময় ও খরচ বাঁচাতে ব্যবহার করা হয় ওয়াটারফল ইমপ্লোশন বা ঝর্না বিস্ফোরণ পদ্ধতি।
ধ্বংসলীলা শুরু হওয়ার আগে বাজানো হয় সাইরেন। যমুনা এক্সপ্রেস-সহ আরও ৫টি রাস্তায় আধঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।
জোড়া ইমারত ধ্বংসের পরে ৫০ থেকে ৮০ হাজার টন ধ্বংসাবশেষ তৈরি হবে। যা সরাতে সময় লাগবে অন্তত ৩ মাস।
ভাঙার সময় ১০০ মিটারের মধ্যে ছিলেন ৬ জন। দক্ষিণ আফ্রিকার তিন মাইনিং ইঞ্জিনিয়ার জো ব্রিঙ্কম্যান, মার্টিন্স, কেভিন স্মিথ, সাইট ইনচার্জ ময়ূর মেহতা, ব্লাস্টার চেতন দত্ত ও একজন পুলিশ অফিসার।
সকাল থেকেই শুরু হয় প্রস্তুতি। ৩ ঘণ্টার মধ্যে আশেপাশের আবাসনের প্রায় দেড়হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
মাইকে প্রচার শুরু করে পুলিশ। আনা হয় একের পর এক ক্রেন। ইমারত ধ্বংসের ফলে দূষণের মাত্রা মাপতে আনা হয়েছে বিশেষ ডাস্ট মেশিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -