Pramod Sawant Sworn In : আয়ুর্বেদ চিকিৎসক থেকে টানা দু'বার গোয়ার মসনদ, ঝলকে প্রমোদ সাওয়ান্ত
সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। এই নিয়ে টানা দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রীর আসনে ৪৮ বছরের প্রমোদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতুলনামূলক কঠিন লড়াইয়ে মঞ্চে অবতীর্ণ হয়ে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেরুয়া শিবিরকে ক্ষমতায় ফিরিয়েছেন। তাই বিজেপিদের হাইকমান্ড প্রমোদজ সাওয়ান্তের ওপরই ভরসা রেখেছে।
আয়ুর্বেদে চিকিৎসক প্রমোদ উত্তর গোয়ার শঙ্খলিম কেন্দ্রের তিনবারের বিধায়ক। ২০১২ সাল থেকে টানা- বিধায়ক তিনি। ওই বছর থেকেই গোয়ায় ক্ষমতায় আসে বিজেপি।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
উত্তরপ্রদেশে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসা যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডে ফের মসনদে বসা পুষ্কর সিংহ ধামী থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হাজির ছিলেন সকলেই।
আপাতত প্রমোদ সাওয়ান্তের কাছে আসল চ্যালেঞ্জ মনোপর পরিক্করের ছায়া থেকে বেরিয়ে নতুনভাবে গোয়াকে পরিচালনা করা। এবারে সরকার বিরোধী হাওয়া মনোহরের ছেলের বিরোধ রুখে দলকে ক্ষমতায় ফেরাতে সক্ষম হয়েছেন তিনি।
৪০ বিধানসভার গোয়া বিধানসভায় ২০ টি আসন জেতে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের প্রাক্কালে জোট করলেও ফলাফলের পর বিজেপির সঙ্গে গিয়ে সরকারের শরীক হয় মহারাষ্ট্র গোমন্তক পার্টি।
বিজেপির প্রায় ৭০ হাজার কর্মী, সমর্থক শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। সবমিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফের আরবপাড়ের মসনদে বসলেন প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)
এদিকে, সর্বসম্মতিক্রমে সাওয়ান্ত নেতা নির্বাচিত করেছেন। তিনি আগামী ৫ বছরের জন্য আইনসভা দলের নেতাও থাকবেন। (ছবি-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -