World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী
![World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800a5e22.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
প্রতিবছর ৩ জুন, পালিত হয় বিশ্ব বাইসাইকেল দিবস। নয়াদিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে পালিত হল এই দিনটি। cycle rally-এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। - ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/03/156005c5baf40ff51a327f1c34f2975ba068f.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
শুক্রবার দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এই অনুষ্ঠান শুরু হয়। সারা দেশ জুড়ে হবে এই Cycle Rally. অংশ নিয়েছিলেন বহু আগ্রহী। নিজে সাইকেল চালিয়ে অংশ নেন মন্ত্রী অনুরাগ ঠাকুর।- ছবি: পিটিআই
![World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী World Bicycle Day 2022: বিশ্ব সাইকেল দিবসে নয়াদিল্লিতে সাইকেল চালালেন খোদ মন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/03/799bad5a3b514f096e69bbc4a7896cd9cc004.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
দেশজুড়ে এই অনুষ্ঠানের মাধ্যমে ১ লক্ষ ২৯ হাজার তরুণ-তরুণী যোগ দেবে এই Cycle Rally-তে। ৯.৬৮ লক্ষ কিলোমিটার রাস্তা অতিক্রম করা হবে। - ছবি: পিটিআই
সাধারণ মানুষ ও দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সাইক্লিং নিয়ে সচেতনতা প্রসার করতে এই উদ্যোগ। সুস্থ থাকার জন্য এবং ফিট থাকতে সাইকেল চালানো উপতার করতে পারে। এই সচেতনতা ছড়ানোই লক্ষ্য। - ছবি: পিটিআই
নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ মনোজ তিওয়ারি, হর্ষ বর্ধন, রমেশ বিধুরি।- ছবি: পিটিআই
এই দিনে দেশের রাজ্যগুলির রাজধানীতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে Cycle Rally আয়োজিত হয়েছিল। দেশের মোট ৭৫টি জায়গায় আয়োজন করা হয়েছিল।- ছবি: পিটিআই
কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক বিশ্ব বাইসাইকেল দিবস আয়োজন করেছে 'আজাদি কি অমৃত মহোৎসব' -এর অধীনে। - ছবি: পিটিআই
সুস্থ থাকতে শরীরচর্চা প্রয়োজন। আর তার জন্য কাজে লাগে সাইক্লিং। নিত্যদিনের যাতায়াতের জন্য দূষণহীন মাধ্যম তো বটেই। পেশাদারি ক্রীড়ার মধ্যেও পড়ে সাইক্লিং। আর এই দিনটির জন্য বিশ্বজুড়ে পালিত হয় একটি বিশেষ দিন। - ছবি: পিটিআই
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও সাইক্লিংয়ে আরও বেশি করে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সুস্থ থাকতে সাইকেল চালানোর পরামর্শও দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। - ছবি: পিটিআই
২০১৮ সালে প্রথমবার ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ধার্য করা হয়। নিউইয়র্কে UNGA-এর ৭২তম সেশনে এই দিনটিকে ধার্য করা হয়। ১৯৩টি দেশ এটি গ্রহণ করে। - ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -