ভারতের ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্পপ্রবণ, রয়েছে কলকাতা, দার্জিলিং-সহ একাধিক এলাকা
গত সপ্তাহেই ভারতের বেশ কয়েকটি এলাকায় ভূকম্প অনূভূত হয়েছিল। এর মধ্যে উত্তর পূর্ব ভারতে কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। দিল্লিতে যেমন সাম্প্রতিক সময়ে অনেকবারই ভূকম্প অনূভুত হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী ড. জীতেন্দ্র সিং লোকসভায় জানিয়েছেন একটি নতুন তথ্য। লিখিত ভাবে তিনি জানান দেশের সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী মোট এলাকা চারটি ভূকম্পীয় জোনে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
এই জোনগুলির বেশিরভাগই মাঝারি থেকে অতি মাত্রায় ভূমিকম্প প্রবণ বলে জানা গিয়েছে।
ভারতে ভূমিকম্পের উচ্চ মাত্রা ও উচ্চ তীব্রতার প্রধান কারণ হল, ভারতীয় টেকটনিক পাত প্রতি বছর প্রায় ৪৭ মিমি হারে এশিয়ার মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করছে।
ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের তরফে বলা হয়েছে দেশের প্রায় ১১ শতাংশ Zone V-এর অন্তর্গত। ১৮ শতাংশ zone IV, ৩০ শতাংশ zone III এবং বাকিটা zone II।
ভূমিকম্প প্রবণ সক্রিয় শহরগুলির তালিকার মধ্যে রয়েছে রয়েছে ভুজ, দ্বারভাঙ্গা, গুয়াহাটি, তেজপুর, শ্রীনগর, সাদিয়া, পোর্ট ব্লেয়ার, মান্ডি, কোহিমা এবং জোরহাট।
জলপাইগুড়ি, কলকাতা, লুধিয়ানা মুরাদাবাদ, পাটনা, পিলিভিট, শিমলা, রুরকি, আম্বালা, অমৃতসর, বারাউনি, বুলন্দশহর, চণ্ডীগড়, দার্জিলিং, দেরাদুন, দেওরিয়া, দিল্লি, দিনাজপুর, গাজিয়াবাদ, গ্যাংটক এবং গোরক্ষপুর।
তৎকালীন ভূ-বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন আইআইটি কানপুরের সহযোগিতায় দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভূতাত্ত্বিক জরিপ, স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ করা হবে দুর্ঘটনা এড়াতে।
ভূমিকম্পের প্রভাব কমাতে এবং প্রাণহানি কমিয়ে আনার জন্য এই পদ্ধতি ব্যবহার হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -