Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
India China Dispute Pics: পূর্ব লাদাখের ফিঙ্গার সেভেন, প্যাংগং থেকে সরতে শুরু করল চিনা সেনা
ভারতের চাপের মুখে পিছু হটতে শুরু করল চিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্ব লাদাখের ফিঙ্গার সেভেন, প্যাংগং থেকে সরতে শুরু করল লালফৌজ।
সরে যাচ্ছে ট্যাঙ্ক, জানাল ভারতীয় সেনা।
ভারতীয় সেনা সূত্রে খবর, ১৪০টি ট্যাঙ্ক, ৬০টি আর্টিলারি গানস এবং ৭ হাজার সেনা সরিয়েছে চিন।
মঙ্গববার চিনের সেনা এবং যুদ্ধাস্ত্র সরানোর প্রক্রিয়ার ছবি এবং ভিডিও শেয়ার করেছে ভারতীয় সেনার নর্দান কমান্ড।
গত ১০ ফেব্রুয়ারি সকাল ন'টা প্যাংগং সো লেক থেকেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
প্যাংগং সো লেকের দক্ষিণ তীর থেকে বড় সংখ্যায় চিনা ট্যাঙ্কও সরিয়ে নেওয়া হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর।
সেনা সূত্রে খবর, গত বছর এপ্রিল যেখানে ছিল দু'দেশের সেনা, সেই পর্যন্ত পিছিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে ভারত এবং চিন।
ভারতীয় সেনার ভিডিওয় দেখা গিয়েছে, প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে যে কাঠামো তৈরি করেছিল চিনা সেনা, তা ভেঙে দিয়েছে লাল ফৌজ।
উপগ্রহ চিত্রেও চিনের সেনা সরানোর ছবি ধরা পড়েছে। ছবি সৌজন্য: ভারতীয় সেনাবাহিনী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -