Agni-V Missile: অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি, জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য
গতকালই আন্তর্মহাদেশীয় পাল্লার ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫ এর প্রথম সফল ইউজার ট্রায়াল করল ভারত। সেনাবাহিনীর মুকুটে যুক্ত হল আরও একটি পালক। আসলে পরীক্ষা সফল হওয়ায় এবার এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে যুক্ত হওয়ার পথ প্রশ্বস্ত হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ড। কোভিড অতিমারীর কারণে ২০২০-তে এই ইউজার ট্রায়াল বিলম্বিত হয়।
অগ্নি ৫ ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও ভারত ডায়নামিকস লিমিটেড।
অগ্নি ৫-এর ওজন প্রায়. ৫০ হাজার কিলোগ্রাম। ১.৭৫ মিটার লম্বা অগ্নি পাঁচের ব্যাস ২ মিটার। সলিড জ্বালানি চালিত ত্রিস্তরীয় এই রকেট বুস্টার দেড় হাজার কেজি অস্ত্র বয়ে নিয়ে যেতে পারে।
বিজ্ঞানীরা বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে এই ক্ষেপণাস্ত্রর গতি প্রতি সেকেন্ডে শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। এক্ষেত্রে গতি প্রতি ঘণ্টায় ২৯,৪০১ কিমি।
এই ক্ষেপনাস্ত্রে রয়েছে রিং লেয়ার গিরোস্কোপ ইন্টেরিয়াব নেভিগেশন সিস্টেম (এনএভিআইসি) , যা স্যাটেলাইট গাইডেন্সে কাজ করে।
লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম অগ্নি ৫। চলমান উৎক্ষেপণ যান থেকেও অগ্নি পাঁচ উৎক্ষেপণ করা যাবে। একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যে, চলার পথে সর্বোচ্চ স্তরে ওঠার পর তা পৃথিবীর দিকে নেমে বর্ধিত গতিতে লক্ষ্য বস্তুর দিকে পাড়ি দেয়।
এই ক্ষেপনাস্ত্রের পাল্লা ৫ হাজার কিলোমিটারের বেশি। এর পাল্লার মধ্যে সমগ্র এশিয়া, ইউরোপ ও আফ্রিকার একাংশ। ভারত ইতিমধ্যেই এর সাতটি পরীক্ষা করেছে। প্রথম সফল পরীক্ষা হয়েছিল ২০১২-এর ১৯ এপ্রিল। এরপর ২০১৩-র ১৫ সেপ্টেম্বর, ২০১৫-র ৩১ জানুয়ারি, ২০১৬-র ২৬ ডিসেম্বর, ২০১৮-র ১৮ জানুয়ারি, ৩ জুন, ২০১৮ এবং ২০১৮-এর ১০ ডিসেম্বর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -