INS Tarkash: সাগরের বুকে যৌথ মহড়া, কেরামতি দেখাল ভারতীয় নৌবাহিনী
ভারতের নিরাপত্তা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভারতের নৌবাহিনী। তিন দিন থেকে সমুদ্রে ঘেরা ভারত। এত বড় উপকূল যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই নিরাপত্তা ও সামুদ্রিক সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি; টুইটার/ পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের সঙ্গে পড়শি দেশগুলি এবং আরও একাধিক দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভারতের নৌবাহিনী। ছবি; টুইটার/ পিটিআই
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মহড়া চালায় ভারতীয় নৌবাহিনী। বাহিনীর Long Range Overseas Deployment 2022-এর অংশ হিসেবে বিভিন্ন দেশে গিয়েছে আইএনএস তারকাশ (INS Tarkash)। ছবি; টুইটার/ পিটিআই
জুলাই মাস ধরে বিভিন্ন দেশের বন্দরে গিয়েছে ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ। স্পেন, মরক্কো, সুদান-সহ একাধিক দেশের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করেছে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তারকাশ। ছবি; টুইটার/ পিটিআই
ভূমধ্যসাগরীয় অঞ্চলে বন্ধুত্বের সম্পর্ক থাকা দেশগুলির সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া আরও ভাল করার লক্ষ্যেই এই কাজ। ছবি; টুইটার/ পিটিআই
স্পেনের বন্দর ভ্যালেন্সিয়ার কাছে স্প্যানিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের সঙ্গে মহড়া চালিয়েছে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তারকাশ। ছবি; টুইটার/ পিটিআই
শুধু স্পেনের নৌবাহিনীই হয়। এই সফরে সুদানের নৌবাহিনীর সঙ্গেও মহড়া করেছে আইএনএস তারকাশ। ৭ জুলাই সুদান নেভাল বেসের কাছে লোহিত সাগরে এই মহড়া হয়। ছবি; টুইটার/ পিটিআই
মরক্কোর নৌবাহিনীর সঙ্গেও যৌথ মহড়া যোগ দিয়েছিল আইএনএস তারকাশ। ক্যাসাব্লাঙ্কা বন্দরের কাছে এই মহড়া হয়। ছবি; টুইটার/ পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -