Jahangirpuri Violence Updates: রণক্ষেত্র দিল্লির জাহাঙ্গিরপুরীতে মোতায়েন বিশাল পুলিশবাহিনী, গ্রেফতার ২৩
হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। এখনও পর্যন্ত অশান্তির আঁচ কমেনি। ধিকি ধিকি জ্বলছেই অশান্তির আগুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভয়ঙ্কর এই ঘটনায় গাড়ি ভাঙচুর, পাথরবৃষ্টির পাশাপাশি, গুলিও চলে। গুলিতে জখম হন এক এসআই। ৮ পুলিশকর্মী-সহ মোট ৯ জন আহত হয়েছেন।
এরপর থেকেই এলাকার পরিবেশ থমথমে। ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি, দিল্লি ও নয়ডার একাধিক এলাকায় রুট মার্চ করছে পুলিশ। ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে নজরদারি।
গত ১৬ এপ্রিল, হনুমানজয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষ্যে মিছিল ঘিরে দিল্লিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জাহাঙ্গিরপুরী এলাকায় (Jahangirpuri area) হনুমানজয়ন্তী উপলক্ষ্যে শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ ওঠে। দুই গোষ্টীর মধ্যে প্রবল মারপিট হয়।
জাহাঙ্গিরপুরী এলাকায় একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে।
এই ঘটনার পরই দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। মোতায়েন করা হয় র্যাফ(RAF)। দিল্লি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ঘটনার খবর পেয়েই কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বলেন, ' সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করব। শান্তি বজায় রাখা ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। '
- - - - - - - - - Advertisement - - - - - - - - -