Kashi Vishwanath Corridor : ' কাশী পৃথিবীর কোনও অংশ নয়, এটিকে শিব ত্রিশূলে ধারণ করে রেখেছেন' পড়ুন বারাণসী নিয়ে নানা কিংবদন্তী
শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বারাণসীর কাশী বিশ্বনাথ। শিবেরও না কি সবচেয়ে পছন্দের! আর তাই বলা হয়, কাশী পৃথিবীর কোনও অংশ নয়। এটিকে শিব তাঁর ত্রিশূলে ধারণ করে রেখেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঙালির সঙ্গে এই কাশীর যোগও বহু কালের! আর সেই কাশীই এবার বদলে যাচ্ছে!
বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলোর মধ্যে অন্যতম হল বারাণসী। কয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস, এখানে আজও জীবন্ত।
বরুণা এবং অসি, এই দুই নদীর মধ্যবর্তী অংশই হল বারাণসী।
পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের আয়তন ছিল ২ হাজার বর্গমিটারের মতো। পুনর্গঠনের পর যা বেড়ে গিয়েছে প্রায় ২৫ গুণ!
রবিবার সন্ধেয় এভাবেই আরতি হল বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। আলোয় আলোয় ভরে উঠল গঙ্গাতীর।
আগে পুণ্যার্থীদের গঙ্গায় স্নান সেরে, গঙ্গার জল নিয়ে অপরিসর গলি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হত...কিন্তু এখন ললিতা ঘাট থেকে সরাসরি ঢোকা যাবে মন্দিরে।
কিন্তু এখন মন্দিরের নতুন সাজ দেখে, বাইরে থেকে আসা পুণ্যার্থীদের পাশাপাশি খুশি বারাণসীর স্থানীয় বাসিন্দারাও।
কাশী বিশ্বনাথ মন্দির যেমন সেজে উঠেছে, তেমনই মন্দিরকে ঘিরে কাশী শহরও সেজে উঠছে ধীরে ধীরে
সব এক্সক্লুসিভ ছবি ও তথ্য পাওয়া সঞ্চয়ন মিত্রর সৌজন্যে প্রাপ্ত
- - - - - - - - - Advertisement - - - - - - - - -