Kashmir snowfall : তুষার চাদরে ঢেকেছে উপত্যকা, বাতিল বহু বিমান, আটকে পর্যটকরা, দেখুন ছবি
ভূস্বর্গের বিশাল অংশ এখন তুষারাবৃত। অবিরত তুষার পাত হয়েছে প্রায় ২৪ ঘণ্টা ধরে। পড়ছে বৃষ্টিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবিরত তুষারপাতে উপত্যকা যেন এখন ক্যালেন্ডারের ছবি। ঢেকেছে পথঘাট। বাড়িঘর। সঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা।
ঢেকেছে গাড়ি। যান চলাচল বিশালভাবে বিঘ্নিত হয়েছে। বিঘ্নিত হয়েছে বিমান চলাচলও।
প্রচণ্ডরকম কুয়াশা তো আছেই, হচ্ছে বৃষ্টি। এতে কমে গিয়েছে দৃশ্যমানতা। হঠাৎ বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধেয় পড়েছেন পর্যটকরা।
এভাবেই তুষারের চাদরে গা-ঢাকা দিয়েছে উপত্যকা। ভূস্বর্গ জুড়ে এখন নয়নাভিরাম ছবি।
মঙ্গলবার থেকে শ্রীনগর বিমানবন্দর থেকে বেশিরভাগ ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ৩৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মঙ্গলবার ৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
করোনা আবহে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভিড় উদ্বেগ বাড়িয়েছে। তুষারপাতের একই রকম ছবি হিমাচলপ্রদেশেও।
শ্রীনগরে এখন কনকনে ঠাণ্ডা। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে শূন্যের কাছাকাছি।
পর্যটকরা মজেছেন আনন্দে। প্রায় ২৪ ঘণ্টা ধরে হালকা থেকে ভারী তুষার ও বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে ভূস্বর্গ। ক্রমাগত তুষারপাত হিমাচলেও। রোটাং পাসের পথে যান চলাচল বন্ধ।
চন্দ্রকোট ও নেহারে প্রবল তুষারপাতে আটকে পড়েছে বহু গাড়ি। তাড়াতাড়ি যানজট ছাড়ানোর চেষ্টা করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -