Kishtwar Cloudburst: জম্মু কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টিতে আটকে পড়া ৭৪ জনকে উদ্ধার বায়ুসেনার
জম্মু কাশ্মীরের কিশতোয়ারে আটকে পড়া ৭৪ জনকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউদ্ধার হওয়া মানুষদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক।
গত ২৮ তারিখ মেঘ-ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কিশতোয়ার জেলা।
শেষ খবর মেলা পর্যন্ত, ৭ জন মারা গেছেন, ১৭ জন আহত। আরও ১৯ জন নিখোঁজ।
উদ্ধারের পাশাপাশি, ত্রাণ বণ্টনের কাজও করছে বায়ুসেনা।
এখনও পর্যন্ত ৩,১৫০ কেজি ত্রাণ সামগ্রী আকাশপথে পৌঁছে দিয়েছে।
এছাড়া, আকাশপথে পৌঁছে দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।
জম্মু, উধমপুর ও শ্রীনগর থেকে বায়ুসেনার কপ্টারে করে নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী দলকে।
গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।
এছাড়া, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেও প্রত্যেককে ১২,৭০০ টাকা করে দেওয়া হবে।
গত বুধবার, কিশতোয়ারের হোনজার গ্রামে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছিল সেনার ২টি কলাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -