Krishna Janmashtami: কৃষ্ণের সাজে খুদেরা, জন্মাষ্টমীর উৎসবে মাতোয়ারা সারা দেশ
ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে যে উৎসব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম কৃষ্ণ জন্মাষ্টমী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের নানা কোণে অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী।
এই বছর ১৮ অগাস্ট রাত থেকে ১৯ অগাস্ট পর্যন্ত রয়েছে জন্মাষ্টমী উৎসবের সময়।
তার আগেই থেকেই সারা ভারতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
উত্তর থেকে দক্ষিণ, দেশের সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জন্মাষ্টমীর কৃষ্ণের মূর্তি তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে।
বিহারের পাটনায় জন্মাষ্টমী ঘিরে তুঙ্গে শিশুদের উৎসাহ।
মুম্বইয়ে ইতিমধ্যেই শুরু উৎসব। জন্মাষ্টমীর অন্যতম আকর্ষণ দই-হাঁড়ির উৎসব।
সারা ভারতেই ঘরে ঘরে পালিত হয় জন্মাষ্টমী। মন্দিরে তো পুজো হয়। ক্লাব বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও পালন করে থাকে।
আগে থেকেই শুরু উৎসবের প্রস্তুতি। পাটনার একটি স্কুলের পড়ুয়ারা সেজেছে কৃষ্ণ ও রাধার সাজে।
এছাড়াও ঘরে ঘরে বাড়ির সদস্যের মতো আপ্যায়ন করে পালন করা হয় কৃষ্ণের জন্মদিন। কেনা হয় মূর্তিও।
জন্মাষ্টমীর আগে জমে উঠেছে কেনাকাটা। রয়েছে কৃষ্ণের হরেক সাজের প্রতিমা। পছন্দমতো প্রতিমা বেছে নিচ্ছেন ভক্তরা।
বেশ কয়েকদিন আগে থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
কৃষ্ণের সাজে খুদেরা। সকলেই জন্মাষ্টমীর আনন্দে মাতোয়ারা।
ধর্মবিশ্বাস অনুযায়ী মধ্য়রাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। বিষ্ণুর অষ্টম অবতার রূপে পুজো করা হয় শ্রীকৃষ্ণকে।
হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী। ভারতজুড়ে এই উৎসব পালিত হয়ে থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -