Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩
![Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩ Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/23/f3ccdd27d2000e3f9255a7e3e2c488003f3ce.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
মহারাষ্ট্রে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। মুম্বইয়ের শিবাজিনগরে দোতলা বাড়ি ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ১০ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩ Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/23/032b2cc936860b03048302d991c3498f44408.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
রায়গড় জেলায় বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। এখনও ৩০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা।
![Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩ Maharashtra Flood: বন্যায় ৫ জনের মৃত্যু রায়গড়ে, বৃষ্টিতে বাড়ি ধসে মুম্বইয়ে নিহত ৩](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/23/799bad5a3b514f096e69bbc4a7896cd968adf.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বই থেকে শুরু করে কোঙ্কন, কোলহাপুরে ব্যাপক বৃষ্টি হয়েছে। কোলহাপুর জেলায় ৪৭টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। v
পুণের ভীমশঙ্কর মন্দিরে জল ঢুকেছে। সাতারা জেলায় কোয়েনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।
কয়না নদীর জল বিপদসীমার পর দিয়ে বইছে। আশেপাশের এলাকায় জল ঢুকে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দলকে রত্নগিরির খের ও চিপলুনে মোতায়েন করা হয়েছে।
মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফোনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
উদ্ধারে নেমেছে নৌসেনা। রাজ্য সরকারের অনুরোধে ওয়েস্টার্ন নেভাল কমান্ড থেকে ফ্লাড রেসকিউ টিম ও হেলিকপ্টার পাঠানো হয়েছে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে।
মোট সাতটি দল রত্নগিরি ও রায়গড়ে জেলায় মোতায়েন রয়েছে। কোলহাপুর থেকে প্রায় ৯৬৫ পরিবারকে অন্যত্র নিরাপদে সরানো হয়েছে।
রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারে নেমেছে উপকূলরক্ষী বাহিনীও। স্পিডবোট ও হেলিকপ্টারে করে বন্যা দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে নিরাপদ জায়গায়।
আগামী তিনদিন মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে। একাধিক এলাকায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -