Mumbi Corona : উত্তুঙ্গ সংক্রমণ, মুম্বইয়ের চাওল স্যানিটাইজেশনে স্পাইডার ম্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2021 10:09 PM (IST)
1
পরনে স্পাইডারম্যানের পোশাক । হাতের স্যানিটাইজার স্প্রে। এমনভাবেই মুম্বইয়ে স্যানিটেশন অভিযানে নামলেন এক ব্যক্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
স্পাইডারম্যানের সাজে এই ব্যক্তির নাম অশোক কুর্মী । এই ব্যক্তি একটি ওষুধের কোম্পানির সঙ্গে যুক্ত ।
3
মহারাষ্ট্রে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুম্বাইয়ের চাওল পরিষ্কারে নামলেন এই ব্যক্তি ।
4
বুধবারের হিসেব অনুযায়ী মুম্বইতে নতুন করে করনা সংক্রমিত হয়েছে ৭৬৮৪ জন ।
5
মুম্বই শহরে এখন মোট অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৭৪৩ জন। মুম্বই শহরে করোনায় বুধবার মৃত্যু হয়েছে ৬২ জনের
6
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন নাগরিকের এই ব্যক্তগত উদ্যোগে সকলে অভিভূত।
7
কচিকাঁচারাও খুশি হাতের নাগালে স্পাইডারম্যানকে পেয়ে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -