Omicron Symptoms: বছর শেষে নতুন আতঙ্ক, ওমিক্রন সংক্রমণে কী কী নতুন উপসর্গ দেখা যাচ্ছে?
বড়দিন কাটিয়ে নতুন বছরের অপেক্ষায় গোটা বিশ্ব। কিন্তু, এই উত্সবের আবহেও আতঙ্কের নাম একটাই, ওমিক্রন। যাকে অনেকে বলছেন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমেরিকা থেকে ইউরোপ। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৩।
কিন্তু, করোনা আক্রান্ত হলে, ওমিক্রন কিনা, সেটা পরীক্ষার আগে বোঝার কি কোনও উপায় আছে?
বিশেষজ্ঞদের দাবি, ডেল্টার থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে বদল এসেছে উপসর্গেও।
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের ক্ষেত্রে নতুন একটি উপসর্গ দেখা গিয়েছে, তা হল গলা ব্যথা এবং গলার স্বর বদলে যাওয়া।
এছাড়া ওমিক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আক্রান্তদের বেশিরভাগেরই ক্লান্তি, গাঁটে ব্যথা, ঠান্ডা লাগা, শুকনো কাশি এবং মাথাযন্ত্রণার শিকার হচ্ছেন।
স্বাদ বা গন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো উপসর্গ ওমিক্রন আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে না।
ভারতে দিন দিন বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পর্যন্ত এখনও পর্যন্ত ২২ জায়গায় ওমিক্রনের সংক্রমণ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ওমিক্রনের সংক্রমণের সংখ্যা ১৮০। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬১। দিল্লিতে সবথেকে বেশি ২৬৩ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -