Petrol Price Hike Pics:রাজস্থানে দামে সেঞ্চুরি পেট্রোলের
টানা নয়দিন ধরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। আর এরইমধ্যে ভারতে এই প্রথম পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকাতে পৌঁছল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির রাজ্যওয়াড়ি দামের বিজ্ঞপ্তি অনুসারে, পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ২৫ পয়সা বেড়েছে। রাজস্থানের শ্রীগঙ্গানগর শহরে পেট্রোলের দাম বুধবার প্রতি লিটারে দাঁড়িয়েছে ১০০.১৩ টাকা। ( ছবি সৌজন্য এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্র্যান্ডেড বা প্রিমিয়াম পেট্রোলের দাম এর আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে ১০০ টাকা ছাড়িয়েছে।
কিন্তু এই প্রথম দৈনন্দিন ব্যবহারের জন্য পেট্রোলের দাম এই প্রথম ১০০ টাকার গণ্ডি পেরোল। (ছবি সৌজন্য এএফপি)
বুধবারের মূল্যবৃদ্ধির পর মধ্যপ্রদেশের অনুপ্পুরে পেট্রোলের দাম লিটার পিছু বেড়ে হয়েছে ৯৯.৯০ টাকা। ডিজেলের দাম লিটারে ৯০.৩৫ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে প্রতি লিটারে ৮৯.৫৪ টাকা, ডিজেলের দাম লিটারে ৭৯.৯৫ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটারে ৯৬ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। (ছবি সৌজন্য এএফপি)
পর পর নয়দিন প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছে ২.৫৯ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৮২ টাকা। এভাবে জ্বালানির দাম লাগাতার বেড়ে চলায় বিরোধী দলগুলি সরকারের তীব্র সমালোচনা করেছে। সাধারণ মানুষের ঘাড়ে বোঝা কমাতে তারা অবিলম্বে কর কমানোর দাবি জানিয়েছে।
যদিও পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে সংসদে জানিয়েছেন, জ্বালানির দামে রাশ টানতে সরকার অন্তঃশুল্ক কমানোর পথে হাঁটার কথা বিবেচনা করছে না। (ছবি সৌজন্য এএফপি)
গত মাসে রাজস্থান সরকার পেট্রোল ও ডিজেলে ২ শতাংশ করে মূল্যযুক্ত কর (ভ্যাট) হ্রাসের ঘোষণা করেছিল। কিন্ত তা সত্ত্বেও রাজস্থানের ওই শহরে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে।
পেট্রোলের বিক্রয় মূল্যের ৬০ শতাংশই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর। ডিজেলের ক্ষেত্রে এর পরিমাণ ৫৪ শতাংশ। প্রতি লিটার পেট্রোলে কেন্দ্রের অন্তঃশুল্ক ৩২.৯০ টাকা। প্রতি লিটার ডিজেলে এর পরিমাণ ৩১.৮০ টাকা।(ছবি সৌজন্য এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -