Bhagwant Mann Wedding: বিশেষ অতিথি কেজরিওয়াল, ছিমছাম আয়োজনে বিয়ে সম্পন্ন, জীবনের নতুন অধ্যায়ে ভগবন্ত
কৌতূকাভিনেতা থেকে রাজনীতিক তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী। জীবনের আরও এক নতুন অধ্যায়ে পা রাখলেন ভগবন্ত সিংহ মান। সাতপাকে বাঁধা পড়লেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভগবন্ত। চণ্ডীগড়ে ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারলেন তাঁরা। তবে কাছের লোকজন ছাড়া সে ভাবে আমন্ত্রিতের ঢল দেখা যায়নি।
ভগবন্তের বিয়েতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ছিলেন তরুণ নেতা রাঘব চাড্ডাও।
শিখ রীতি মেনেই বিয়ে সারলেন ভগবন্ত এবং গুরপ্রীত। কনের পরণে ছিল লাল লেহঙ্গা। ভগবন্ত অফ হোয়াইট শেরওয়ানিতে মাথায় পাগড়ি বেঁধে ছিলেন। হাতে ছিল তরোয়াল।
রাজনীতির সতীর্থরা ভগবন্তকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ছবিও পোস্ট করেন অনেকে।
এমবিবিএস পাশ, পেশায় চিকিৎসক গুরপ্রীতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভগবন্ত। পঞ্জাবে নির্বাচনের সময়ও ভগবন্তকে সাহায্য করেছিলেন গুরপ্রীত।
তবে ভগবন্তের দ্বিতীয় বিয়ে এটি। প্রথম স্ত্রীর নাম ইন্দরপ্রীত। ২০১৫ সালে পারস্পরিক সম্মতিতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
তাঁদের দুই সন্তান, এক ছেলে, দিলশান, এক মেয়ে সিরত। বিবাহবিচ্ছেদের পর ইন্দরপ্রীত দুই সন্তানকে নিয়ে আমেরিকা চলে যান।
প্রথম বিয়ে ভেঙে যাওয়ায় একসময় ভেঙে পড়েছিলেন ভগবন্ত। ভগবন্ত জানান, দুই পরিবারের মধ্যে একটিকে বেছে নিতে হত। তিনি পঞ্জাবকে বেছে নেন।
সন্তানের থেকে দূরে থাকা নিয়ে একসময় আফশোসও করতে দেখা যায় ভগবন্তকে। তিনি জানান, পরিবারকে সময় দেননি কখনও। তাই সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে। ফোনে ছেলেমেয়ে তাঁর সঙ্গে সে ভাবে কথা বলেন না বলে জানান ভগবন্ত।
এর পর দ্বিতীয় বার ঘরবাঁধার জন্য বাড়ি থেকে জোর করা হলে মা এবং বোনের উপরই পাত্রী খোঁজার ভার ছেড়ে দেন ভগবন্ত। তাঁরাই দেখেশুনে গুরপ্রীতকে পছন্দ করেন বলে জানা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -