Puri Jagannath Temple : করোনা ধাক্কা কমতেই খুলল জগন্নাথ দেবের দ্বার, করুন দর্শন
আজ থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার। করোনা টিকার সার্টিফিকেট থাকলেই মন্দিরে প্রবেশাধিকার কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েও যাওয়া যাবে মন্দিরে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত রবিবার বন্ধ থাকবে পুরীর মন্দির। সেদিন ভক্তদের দর্শন হবে না। নিত্যপুজো হবে।
২০২১ সালের মাঝামাঝি পুরী মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে গিয়েছিল। তারপরই জগন্নাথ ধামে পর্যটকরা ভিড় জমান।
২০২২ এর শুরুতেই ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়ে করোনার তৃতীয় ঢেউ। তারপরই ১০ জানুয়ারি থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দিরের দরজা।
মন্দিরের সেবকদের জন্য অ্যাম্বুল্যান্স, র্য়াপিড রেসপন্স টিম, কোভিড কেয়ার সেন্টার এবং মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করা হয় তখন
জানুয়ারি মাসেই পুরী মন্দিরের কয়েকজন সেবায়েতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওড়িশাতেও বাড়তে থাকে সংক্রমণ। তারপরই এই সিদ্ধান্ত।
করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর গত বছর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবাররাই দর্শনের সুযোগ পান।
দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়।
২১ ও ২২ অগাস্ট, শনি ও রবিবার বন্ধ থাকার পর আজ, ২৩ অগাস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে যায়।
পর্যটকরা এবার আসতে পারেন জগন্নাথ দর্শনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -