Bhangarh fort: ভারতের সবচেয়ে 'ভুতুড়ে' কেল্লা! মনে সাহস নিয়ে দুর্গে ঢোকেন পর্যটকরা
একদিকে গা ছমছমে নিস্তব্ধতা, আরেকদিকে প্রকৃতির নিরব সৌন্দর্য। রাজস্থানের ভানগড় দুর্গ ইতিহাসের সাক্ষ্য বহন করলেও ক্রমে ক্রমে হয়ে উঠেছে ভৌতিক স্থান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসপ্তদশ শতাব্দীতে তৈরি হওয়া রাজস্থানের ভানগড় দুর্গ ভারতের ভুতুড়ে স্থানগুলোর মধ্যে অন্যতম। বিকাল সাড়ে ৫টা থেকেই কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তাকর্মীরা।
বিশ্বের সেরা দশটি ভুতুড়ে স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। ভারতে ভৌতিক স্থানগুলির মধ্যে প্রথম স্থানেই রয়েছে ভানগড় কেল্লা।
ইতিহাস থেকে জানা যায় সম্রাট আকবরের সেনাপতি মান সিং এর ছোট ভাই মাধো সিং সপ্তদশ শতাব্দীতে এই দুর্গটি নির্মাণ করেছিলেন। ভুতুড়ে তকমা পেলেও আভিজাত্য এখনও স্পষ্ট।
এই কেল্লার চারিপাশে নেই কোনও জনবসতি। এই কেল্লা নিয়ে গোটা এলাকায় এক অজানা আতঙ্কের কথা শোনা যায়।
অনেকেই বলে যে এই দুর্গের ভিতরে এখনও নুপূরের আওয়াজ শোনা যায়। এই কেল্লা নিয়ে নানা কাহিনী শোনা যায় লোকমুখে।
স্থানীয় সূত্রে জানা যায়, বার দুয়েক কিছু দুঃসাহসী সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে। কিন্তু পরিণতি ভালো হয়নি। ধীরে ধীরে এই কেল্লাকে 'অভিশপ্ত' তকমা দেওয়া হয় নানা ঘটনার পর থেকে।
পর্যটকরা ভানগড় গেলে সূর্যাস্তের আগেই ফিরতি পথ ধরেন। সন্ধ্যা ৬টার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না
সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে এখানে প্রবেশ একেবারেই নিষেধ করে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। একসময়ের সমৃদ্ধ নগর আজ পরিণত ধ্বংসাবশেষে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -