Twin Tower: ঝর্না বিস্ফোরণের মাধ্যমে অট্টালিকার ধ্বংসলীলা! জোড়া ইমারত ধ্বংসের প্রস্তুতি তুঙ্গে
আর কয়েকঘণ্টার অপেক্ষা। ধূলিসাৎ হয়ে যাবে নয়ডার সেক্টর 93A-র বিতর্কিত ৩২ তলা ও ২৯ তলার টুইন টাওয়ার। জোড়া ইমারত ধ্বংসের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনয়ডার বেআইনি জোড়া ইমারত ভাঙতে নেওয়া হচ্ছে বিশেষ পদ্ধতি। যার নাম ওয়াটারফল ইমপ্লোশন বা ঝর্না বিস্ফোরণ। জোড়া অট্টালিকা ভাঙার বরাত পাওয়া সংস্থার দাবি, এই প্রক্রিয়া দেড়শো শতাংশ নিরাপদ। এর ফলে ১৫ সেকেন্ডেরও কম সময়ে মাটির সঙ্গে মিশে যাবে জোড়া বহুতল।
সময় ও খরচ বাঁচাতে এই পদ্ধতির আশ্রয় নেওয়া হচ্ছে। টুইন টাওয়ার ভাঙার বরাত পাওয়া সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিস্ফোরণের ফলে আশপাশের কোনও বাড়িতে ফাটল ধরবে না।
নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশের আবাসনের বাসিন্দাদের। পুলিশের তরফে মাইকে চলছে সতর্কতামূলক প্রচার।
আনা হচ্ছে একের পর এক ক্রেন। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। নিরাপত্তার দায়িত্বে ৫৬০ জন পুলিশ কর্মী, ১০০ জন রিজার্ভ ফোর্স। প্রস্তুত রাখা হয়েছে ৪টি ক্যুইক রেসপন্স টিম ও এনডিআরএফ-কে। লাগানো হয়েছে ৭টি সিসি ক্যামেরা।
নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পোষ্যগুলিকেও। তিন ঘণ্টায় দেড় হাজার ফ্ল্যাটও খালি করে দেওয়া হয়েছে। বিপদ এড়াতে নেওয়া হচ্ছে সবরকমের ব্যবস্থা।
বিস্ফোরণের সময় মাত্র ৬ জনকে ওই চত্বরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। ব্যবহার করা হবে কন্ট্রোল ডিমোলিশন সিস্টেম।এই পদ্ধতিতে বিস্ফোরণের প্রক্রিয়া সম্পন্ন হয় নীচ থেকে ওপরের দিকে।
টুইন টাওয়ার ভাঙার বরাত পাওয়া সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিস্ফোরণের ফলে আশপাশের কোনও বাড়িতে ফাটল ধরবে না। শেষ দেখা টুইন টাওয়ারকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -