Indian Air Force Day : সুখোই-রাফালের 'গগন-ভেদী' গর্জনে পালিত ভারতীয় বায়ুসেনা দিবস
আজ ৮৯ তম ভারতীয় বায়ুসেনা দিবস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই উপলক্ষে বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩২-এর ৮ অক্টোবর।
প্রথমে এর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। স্বাধীনতা লাভের পর ভারত প্রজাতন্ত্র হিসেবে রূপান্তরিত হলে রয়্যাল শব্দটি বাদ পড়ে।
ভারতীয় বায়ুসেনা (আইএএফ) বিশ্বের চতুর্থ বৃহত্তম অপারেশনাল বিমান বাহিনী।
গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে আজ দিনটি উদযাপিত হয়
এই উপলক্ষে আকাশে ওড়ে রাফাল, তেজস, সুখোইয়ের মতো যুদ্ধবিমান
এই দিনের কুচকাওয়াজ ঘুরে দেখেন আইএএফ চিফ এয়ার চিফ মার্শল ভিআর চৌধুরী
কোনও বহির্শক্তিকে ভারতীয় ভূখণ্ড লঙ্ঘন করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন ভি আর চৌধুরী
অনুষ্ঠানে বায়ুসেনাকর্মীদের পরিবারবর্গকে উপস্থিত থাকতে দেখা যায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -