Konkan Shakti: আরবসাগরে চলছে ভারত ও ব্রিটেনের যৌথ সামরিক মহড়া 'কোঙ্কন শক্তি'
শুরু হয়েছে ভারত ও ব্রিটেনের সামিরক বাহিনীর যৌথ মহড়া। ভারতের পশ্চিম উপকূল আরবসাগরে হচ্ছে এই মহড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোঙ্কন শক্তি নামে এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে দুদেশের সামরিক বাহিনীর তিনটি বিভাগই-- যথা স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা।
এই প্রথম এধরনের যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে দুই দেশ। গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই যৌথ মহড়ার প্রথম দফা ইতিমধ্যেই শনিবার শেষ হয়েছে।
প্রথম দফায় মহড়া হয়েছে বন্দর ও উপকূলবর্তী এলাকায়। আগামীকাল থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় দফা। চলবে ২৭ তারিখ পর্যন্ত। এই দফায় মহড়া হবে আরবসাগরে।
ব্রিটেনের পক্ষে এই মহড়ায় অংশ নিয়েছে রয়্যাল নেভির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ, সঙ্গে তাতে বহমান এফ-৩৫ যুদ্ধবিমান এবং হেলিকপ্টার।
মহড়ায় অংশ নিয়েছে টাইপ ৪৫ ডেয়ারিং ক্লাস এয়ার-ডিফেন্স ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার, টাইপ ২৩ ফ্রিগেট এইচএমএস রিচমন্ড, একটি রয়্যাল ফ্লিট অক্সিলিয়ারি ফোর্ট ভিক্টোরিয়া এবং একটি রয়্যাল নেদারল্যান্ড নৌসেনার ফ্রিগেট এইচএনএলএমএস এভার্টসেন।
অন্যদিকে, ভারতের প্রতিনিধিত্ব করছে দেশীয়ভাবে নির্মিত স্টেলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই।
ভারতের তরফে রয়েছে দুটি স্টেলথ ফ্রিগেট, আইএনএস তলোয়ার এবং আইএনএস তেগ এবং ট্যাঙ্কার আইএনএস আদিত্য।
এছাড়া ভারতের তরফে অংশ নিয়েছে সি কিং ৪২বি, কামোভ-৩১ এবং চেতক হেলিকপ্টার। রয়েছে মিগ-২৯কে যুদ্ধবিমান, ডর্নিয়ার এবং পি৮আই নজরদারি বিমান এবং একটি সাবমেরিন।
এখানেই শেষ নয়। মহড়ায় থাকছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার, সু-৩০ এমকেআই যুদ্ধবিমান, অ্যাওয়াক্স, এইডব্লিউ অ্যান্ড সি এবং মিড-এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -