Padma Awards 2022 : নীরজ চোপড়া থেকে সোনু নিগম, ছবিতে রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম-পুরস্কার প্রাপকরা
আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের পদ্ম-পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পদ্মশ্রী পুরস্কার পান কর্ণাটকের কৃষি উদ্ভাবক আবদুল খাদের নড়কাত্তিন। তাঁকে ৪০টিরও বেশি উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয়েছে যা ভারতজুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করে। (ছবি - এএনআই)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্মশ্রীতে ভূষিত করা হয় লাদাখের কাঠ খোদাই শিল্পী সেরিং নামগয়ালকে। (ছবি - এএনআই)।
তাঁর সংগীতে জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছে গোটা দেশ। এবার সেই সংগীতশিল্পী সোনু নিগমকে পদ্মশ্রী পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (ছবি - এএনআই)।
পদ্মশ্রী পুরস্কার পান আয়ারল্যান্ডের অধ্যাপক রুতগার কর্টেনহর্স্ট। আইরিশ স্কুলে সংস্কৃতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁকে পুরস্কৃত করা হয়।(ছবি - এএনআই)।
গায়িকা সুলোচনা চহ্বানের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। (ছবি - এএনআই)।
টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করা নীরজ চোপড়ার হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী। (ছবি - এএনআই)।
টোকিও প্যারালিম্পিক্সে স্বর্ণপদক জয়ী শাটলার প্রমোদ ভগৎও ভূষিত হলেন পদ্মশ্রী পুরস্কারে।(ছবি - এএনআই)।
প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা কল্যাণ সিংকে দেওয়া হয় মরণোত্তর পদ্মবিভূষণ। তাঁর পুত্র রাজবীর সিং পুরস্কার গ্রহণ করেন। (ছবি - এএনআই)।
প্যারালিম্পিক্সে স্বর্ণপদক জয়ী জ্যাভলিন থ্রোয়াড় সুমিত আন্তিল নিচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। (ছবি - এএনআই)।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মভূষণ পেলেন ভারত বায়োটেকের এমডি কৃষ্ণ এল্লা ও জয়েন্ট এমডি সুচিত্রা এল্লা।(ছবি - এএনআই)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -