National Herald Case: ইডির প্রশ্নের মুখে সনিয়া গাঁধী, সারা দেশে বিক্ষোভ কংগ্রেসের
ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গাঁধীকে টানা জিজ্ঞাসাবাদ করল ইডি। আর তা ঘিরেই দিনভর সরগরম হয়ে রইল গোটা দেশ। আজ, বৃহস্পতিবার, সনিয়া গাঁধীকে আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে এদিন দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ওই একই মামলায় রাহুল গাঁধীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সময়েই দেশজোড়া বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল কংগ্রেস। এদিন দিল্লিতে পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। মল্লিকার্জুন খাড়গে, শশী তারুর-সহ আটক ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করা হয়। ছবি: পিটিআই
কলকাতা থেকে বেঙ্গালুরু, সর্বত্র কংগ্রেসের নেতা-কর্মীরা প্রতিবাদ করেছেন। বিক্ষোভ দেখিয়েছেন। পিটিআই সূত্রে খবর, ২৫ জুলাই ফের সনিয়া গাঁধীকে ইডির তলব। ছবি: পিটিআই
কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে আগেই বলা হয়েছিল সোনিয়া গাঁধীকে। ন্য়াশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। ছবি: পিটিআই
এই ঘটনায় সারা দেশ জুড়েই বিক্ষোভ-অবস্থানের কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। চন্ডীগড় থেকে চেন্নাই। গুয়াহাটি থেকে ভুবনেশ্বর-সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা। ছবি: পিটিআই
জম্মুতেও বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা। পুলিশ ব্যারিকেড করে কংগ্রেস কর্মী সমর্থকদের আটকায়। রাস্তা রোখা নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় কংগ্রেস কর্মীদের সঙ্গে। ছবি: পিটিআই
সম্প্রতি মহারাষ্ট্রের তখত পাল্টেছে। সেখানেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মুম্বইয়ের কংগ্রেস কর্মীদের। ছবি: পিটিআই
বিহারেও দেখা যায় এক দৃশ্য। সেখানেও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় কংগ্রেস কর্মীদের। বিক্ষোভ তুলতে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। ছবি: পিটিআই
দক্ষিণের রাজ্যগুলিও এদিন উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেসের বিক্ষোভ-আন্দোলনে। তামিলনাড়ু চেন্নাই, কর্নাটকের বেঙ্গালুরুতে রাস্তায় নেমেছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ছবি: পিটিআই
বুধবার সন্ধেয় দিল্লিতে জরুরি বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতৃত্ব। রাহুলের হাজিরার সময় যেমন বিক্ষোভ দেখানো হয়েছিল, এ বারও তার পুনরাবৃত্তি নিয়ে বিশদ আলোচনা হয় সেখানে। সেই পরিলকল্পনা মতোই এদিন দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাস্তায় নামেন কংগ্রেস নেতা-কর্মীরা। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -