Swarnim Vijay Victory Flame: পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে পৌঁছল স্বর্ণিম বিজয় মশাল
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধজয়ের ৫০ বছর উপলক্ষে সারা দেশে ঘুরছে স্বর্ণিম বিজয় ভিক্টরি মশাল। মঙ্গলবার তা পৌঁছয় সিয়াচেন হিমবাহে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য সিয়াচেনের বানা পোস্টে মশালটিকে পূর্ণ সামরিক মর্যাদায় গ্রহণ করা হয়।
সেখান থেকে মশালকে নিয়ে যাওয়া হয় সিয়াচেনের একেবারে উত্তর প্রান্ত ইন্দিরা কোল-এ। সেখানে মোতায়েন জওয়ানরা মশালটি গ্রহণ করেন।
স্বর্ণিম বিজয় ভিক্টরি মশাল পৌঁছয় ১৮ হাজার ৩০০ ফুট উচ্চতায় অবস্থিত খারদুং লা-তে। সেখানে বর্তমান ও প্রাক্তন সেনা কর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষ সকলে উৎসাহের সঙ্গে মশাল গ্রহণ করেন।
মশালকে সামনে রেখে ৭১-এর বীর সেনানীদের শ্রদ্ধা জানান সেনাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
নুবরা উপত্যকায় ৭১-এর যুদ্ধে শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। খারদুং লা-র পবিত্র মাটি তুলে দেওয়া হয় সেনার হাতে। ওই মাটি রাখা হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে।
কাশ্মীর উপত্যকা থেকে বিজয় ভিক্টরি মশাল পৌঁছয় ঐতিহাসিক জোজি লা-তে। সেখানে মশালকে স্বাগত জানান সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোরের জওয়ানরা।
শ্রীনগরের ডাল লেকে পৌঁছয় বিজয় মশাল। হজরতবল দরগা থেকে মশাল নিয়ে যাওয়া হয় ফোরশোর রোডে সেনার চিনার কোরের সদরে।
কোথাও জেট-স্কি করে, কোথাও হুইল চেয়ার স্পোর্টসের আয়োজন করা হয় মশাল বহনের জন্য। আবার কোথাও ডাল লেকে শিকারায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয় মশাল।
শ্রীনগরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোথাও বাইসাইকেল বা মোটরসাইকেল Rally, তো কোথাও স্কেটিং। সকলের মধ্যে ভীষণ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। (সব ছবি সৌজন্য - প্রতিরক্ষামন্ত্রক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -