Teachers Day 2024: আজ শিক্ষক দিবস, মানুষ গড়ার কারিগরের হাতে তুলে দিতে পারে পছন্দের এই পাঁচটি উপহার
নিজের হাতে তৈরি যে কোনও উপহার সবসময় স্পেশাল। এমন কিছু উপহার যা শিক্ষককে উপহার দেওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য ও নিজের সৃজনশীল মনোভাবের ভাবনাও প্রকাশ পায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের হাতে ফুলের তোড়া তৈরি করতে পারেন। অথবা কাগজ, পেন, সবুজ খড় সহযোগে কিছু বোকের মত বানাতে পারেন অভিনব ভাবে।
একজন ব্যক্তি তাঁর বাড়ি, গাড়ি সহ বিভিন্ন আসবাবও চাবি দিয়ে রাখেন। সেক্ষেত্রে তাঁর চাবির প্রয়োজন হয়। শিক্ষক দিবসে এটিও একটি বিশেষ উপহার হতে পারে।
চাবির রিংয়ের মধ্যেও অভিনবত্ব রয়েছে। কিছু বিশেষ লেখা খোদাই করে আপনি আপনার শিক্ষককে উপহার দিয়ে সম্মান জানাতে পারেন।
কফি মাগ বা পেনসিল, কলম রাখার শৌখিন মাগ। সেখানে নিজের হাতের ছোঁয়ায় নতুনত্ব আনতে পারেন।
হ্য়াপি টিচার্স ডে..এমন কিছু লেখা ও সঙ্গে কিছু বিশেষ কথা লিখলেন। ছাত্র-শিক্ষকের সম্পর্কে সমীকরণ উল্লেখ করলেন। এরপর সেই মাগ উপহার দিলেন আপনার শিক্ষককে।
ঘরের ড্রইং রুমে, ডাইনিং টেবিলে অথবা টি টেবিলে সাজানোর মত এমন আর্টিফিশিয়াল ট্রি উপহার দিতে পারেন আপনার শিক্ষককে।
ফটো কোলাজ একটি ভীষণ গ্রহণযোগ্য উপহা। আপনার শিক্ষকের সঙ্গে বিভিন্ন সময়ে কাটানো মূল্যবান সময়ের কোলাজ করে একটি ফটোফ্রেম আপনি উপহার দিতেই পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -