Tirumala Tirupati Devasthanams: অতিমারির ঘাটতি পূরণই লক্ষ্য, বাজেট পেশ তিরুপতি মন্দিরের, ৩ হাজার কোটির বেশি আয়ের লক্ষ্য
ভক্তসমাগমে বাধা হয়ে দাঁড়িয়েছিল অতিমারি। করোনার প্রকোপ কমলেও, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তার প্রভাব পড়েছে মন্দিরের দানপেটিতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই চলতি অর্থবর্ষে ঘাটতিপূরণের লক্ষ্য নিলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD) কর্তৃপক্ষ। প্রসাদ এবং চুল বিক্রি করে, বিয়েবাড়ি ভাড়া দিয়ে আগামী এক বছরে ৩ হাজার ৯৬ কোটি ৪০ লক্ষ টাকা আয়ের লক্ষ্য রেখেছেন তাঁরা।
বৃহস্পতিবার মন্দির কর্তৃপক্ষের তরফে ২০২২-’২৩ অর্থবর্ষের বাজেট পেশ করা হয়। তাতে আয় বাড়াতে আগামী ১২ মাসে কী কী পদক্ষেপ করা হবে, তা সংবাদমাধ্যমে ব্যাখ্যা করেন টিটিডি বোর্ডের চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি, কার্যনির্বাহী আধিকারিক কেএস জওহর রেড্ডি।
টিটিডি কর্তৃপক্ষ জানিয়েছেন, দান পেটি থেকে ১ হাজার কোটি টাকা আয়ের আশা করছেন তাঁরা। মন্দির দর্শনে ধাপে ধাপে অনেক টিকিট কাটতে হয়। সেই বাবদ ৩৬২ কোটি টাকা আয়ের লক্ষ্য রাখা হয়েছে।
রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাঙ্কে যে বিনিয়োগ রয়েছে। সেখান থেকে সুদ বাবদ ৬৬৮ কোটি ৫০ লক্ষ টাকা আয়ের লক্ষ্য রয়েছে।
প্রসাদের লাড্ডু বিক্রি করে ৩৬৫ কোটি টাকা আয়ের সংকল্প নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। দর্শনার্থীদের থাকার ব্যবস্থা এবং বিয়েবাড়ি ভাড়া দিয়ে আয়ের পরিকল্পনা রয়েছে ৯৫ কোটি টাকা।
দর্শনার্থীরা মন্দিরে যে চুল দান করেন, তা বিক্রি করে ১২৬ কোটি টাকা আয় হবে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ।
বিভিন্ন পরিষেবায় সবমিলিয়ে বছরভর ১ হাজার ৩৬০ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে।
লক্ষ্মীর কৃপার আশায় তিরুপতি মন্দিরে চুল দান করার চল রয়েছে। এতে জীবনের সমস্ত বাধা-বিপত্তিও কেটে যায় বলে মনে করেন দর্শনার্থীরা।
স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন তিরুপতি মন্দিরে ২০ হাজার দর্শনার্থী ভিড় করেন। চুল দানের জন্য মন্দির চত্বরেই ৬০০-র বেশি ক্ষৌরকার রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -