Tripura Bypoll Results 2022: ত্রিপুরায় ৩ আসনে জয়ী বিজেপি, আগরতলা কংগ্রেসের
টানটান উপনির্বাচন ত্রিপুরায়। ভোট নিজের কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে জয়ী বিজেপি মুখ্যমন্ত্রী। (সব ছবি সৌজন্য: PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্রিপুরার ৪ কেন্দ্রে উপনির্বাচন। ৩ আসনে জয়ী বিজেপি, আগরতলা গেল কংগ্রেসের ঝুলিতে।
আগরতলায় কংগ্রেসের জয়ের পরই হিংসার খবর রবিবার। দলের দফতরের বাইরে ভাঙচুরের ছবি। পড়ে রয়েছে দলীয় পতাকা। ছড়িয়ে ছিটিয়ে গাড়ি।
হিংসার খবর পেয়েই ছুটে এসেছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। ত্রিপুরায় উপ-নির্বাচনে আগরতলা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছেন সুদীপ। খবর ছড়াতেই তেতে ওঠে এলাকা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
একদিকে যখন তোলপাড় আগরতলা তখন জয়ের উৎসবে মাতলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কংগ্রেসের আশিস সাহাকে হারালেন ৬ হাজার ১০৬ ভোটে।
আন্দাবাজারের এক কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে হাতের কালি দেখাচ্ছেন এক বাসিন্দা।
তখনও গণনা শেষ হয়নি। তবে জয়ের স্বাদ যে তিনিই পেতে চলেছেন সেটা স্পষ্ট। তাই সমর্থকদের মাঝে উদযাপনে ব্যস্ত মানিক সাহা।
২৯ বছর পরে ত্রিপুরার যুবরাজনগর হাতছাড়া বামেদের। সেখান থেকে জিতলেন বিজেপির মলিনা দেবনাথ। জয়ের খবর পেতেই ভিকট্রি সাইনষ
বৃহস্পতিবারই চার আসনে উপনির্বাচন হয়েছে ত্রিপুরায়। মোট ৭৬.৬২ শতাংশ ভোট পড়ে। একদা বামদুর্গ ত্রিপুরায় রক্তক্ষরণ জারি বামেদের।
তৃণমূল অবশ্য কিছুই করতে পারেনি। ৪ কেন্দ্রেই ৪ নম্বরে তারা। এটাই হওয়ার কথা ছিল, খোঁচা শুভেন্দুর। ভোটের নামে প্রহসন, পাল্টা কুণাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -