Uttarakhand Glacier Collapse: ৮ বছর আগের স্মৃতি উস্কে ফের প্রকৃতির রোষে দেবভূমি...দেখুন ছবিতে
উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস। ধৌলিগঙ্গার বাঁধে ফাটল, প্লাবিত যোশীমঠ। ভাঙল নন্দাদেবীর হিমবাহ। ভেসে গেল দুটি সেতু। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে তুষারধস এসে আছড়ে পড়ে নির্মীয়মাণ ঋষিগঙ্গা ও তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের ওপর! বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে হু-হু করে বেরতে থাকে জল। হঠাৎ জলস্তর বেড়ে ভয়ঙ্কর চেহারা নেয় ধৌলিগঙ্গা। ভেসে যায় একের পর এক গ্রাম।
প্রশাসনের দাবি, নিখোঁজ হয়েছেন দেড়শোরও বেশি মানুষ। অলকানন্দা আর গঙ্গার তীরবর্তী বিষ্ণুপ্রয়াগ, জোশীমঠ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর, ঋষিকেশ-হরিদ্বারে জারি হয় হাই অ্যালার্ট।
উত্তরাখণ্ড প্রশাসনের দাবি, চামোলি জেলার জোশীমঠের কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। তার জেরেই এত বড় বিপর্যয়।
উত্তরাখণ্ডের চামোলি জেলা পুলিশ ট্যুইটে জানায়, তপোবনের রাইনি এলাকায়, তুষারধসের অভিঘাতে ক্ষতিগ্রস্ত ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প। ক্রমাগত নদীর জলস্তর বাড়ছে। অলকানন্দ-সহ অন্যান্য নদী তীরবর্তী এলাকার গ্রাম খালি করে নিরাপদ জায়গায় চলে যান স্থানীয় বাসিন্দারা।
ভয়ঙ্কর! প্রকৃতির হাড় হিম করা রুদ্ররূপ! শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেওয়া এই দৃশ্য। আশেপাশে যা কিছু আছে, সব ধ্বংস করে দিয়ে নীচে নেমে আসছে তুষারধস আর কাদাগোলা জলের ঢেউ। আবার সেই উত্তরাখণ্ড।
অতীতের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দ্রুত গতিতে আশেপাশের গ্রাম খালি করে দেয় প্রশাসন। পর্যটনের মরসুমে তুষারধসকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। বিভিন্ন এলাকায় আটকে পড়া পর্যটক-দের হেলিকপ্টারে এয়ারলিফট করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
মেঘ ভাঙা বৃষ্টিতেই উত্তরাখণ্ডে বিপর্যয়। ফিরল ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ভরা পর্যটক মরশুমে ভরা হরিদ্বার-হষিকেশে গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা। দেরাদুনেও জারি হাই অ্যালার্ট।
তুষারধসের প্রাথমিক ধাক্কা সামলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামেন ITBP জওয়ানরা, NDRF এবং SDRF-এর টিম ঘটনাস্থলে পৌঁছয়।
দু’টি হেল্প লাইন নম্বর চালু করে উত্তরাখণ্ড প্রশাসন। ১০৭০, ৯১১৩৫২৪১০১৯৭, ৯১১৮০০১৮০৪৩৭৫, এবং অপর নম্বরটি হল - ৯১৯৪৫৬৫৯৬১৯০।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -