Pres Freedom in India: সংবাদমাধ্যমের স্বাধীনতায় আরও পিছনে ভারত, এগিয়ে নেপাল, শ্রীলঙ্কাও
সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্ব সূচকে আরও পতন ভারতের। গত বছরের ১৪২তম স্থান থেকে নেমে আ ১৫০তম স্থানে ঠাঁই হল ভারতের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকিস্তান ১৫৭তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ১৪৬তম এবং মায়ানমার রয়েছে ১৭৬তম স্থানে। বাংলাদেশ ১৬২তম স্থানে জায়গা পেয়েছে।
এই তালিকায় নেপালের উত্থান উল্লেখযোগ্য। গত বছর ১০৬তম স্থানে ছিল তারা। এ বার ৩০ ধাপ এগিয়ে ৭৬-এ পৌঁছে গিয়েছে।
গত বছর তালিকায় ১৪৫তম স্থানে ছিল পাকিস্তান, এ বার ১২ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। শ্রীলঙ্কা গতবার ১২৭তম স্থান দখল করে ছিল। এ বার ১৯ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। বাংলাদেশ গতবারে ১৫২তম স্থানে থাকলেও, এ বার ১০ ধাপ নেমে গিয়েছে। ৩৬ ধাপ নীচে নেমেছে মায়ানমার।
সংবাদমাধ্যমের স্বাধীনতায় তালিকায় একেবারে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় সুইডেন, চতুর্থ এস্টোনিয়া, পঞ্চম ফিনল্যান্ড।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী রাশিয়া রয়েছে ১৫৫তম স্থানে। গতবছরের থেকে পাঁচ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। দু’ধাপ এগিয়েছে ১৭৫তম স্থানে রয়েছে চিন।
তালিকায় ২৪তম স্থানে রয়েছে ব্রিটেন। আমেরিকা রয়েছে ৪২তম স্থানে। তালিকায় একেবারে শেষতম স্থানে জায়গা হয়েছে উত্তর কোরিয়ার।
আন্তর্জাতিক স্তরের ন’টি মানবাধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ এই তালিকা তৈরি করেছে।
সাংবাদিক এবং সমালোচকদের হেনস্থা বন্ধ করতে নরেন্দ্র মোদি সরকারকে আর্জি জানিয়েছে তারা। তাদের মতে, সমালোচনার করলেই দেশদ্রোহ, সন্ত্রাস আইন দায়ের করা কাম্য নয়।
শুধু তাই নয়, সংবাদ পরিবেশনেও মেরুকরণের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি আন্তর্জাতিক সংগঠনগুলির। তাদের দাবি, এমন ভাবে তথ্য তুলে ধরা হচ্ছে, যাতে দেশগুলির মধ্যে পারস্পরিক বিভাজন তৈরি হচ্ছে। ভূ-রাজনৈতিক ক্ষেত্রেও দূরত্ব বাড়ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -