Bullet Train in India: সবুজে ঘেরা নদী অববাহিকা, বুক চিরে ছুটবে বুলেট ট্রেন, সামনে এল নয়া ছবি
ভারতে বুলেট ট্রেন দৌড়তে দেখার স্বপ্ন বাস্তবায়নের পথে। তার জন্য নির্মিত বিশেষ রেল সেতুর ছবি সামনে এল এবার। ছবি: রেলমন্ত্রক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার রেলমন্ত্রকের তরফে অওরঙ্গা সেতুর ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা গুজরাতের ভালসাডে অবস্থিত। ছবি: রেলমন্ত্রক।
অওরঙ্গা নদীর উপর ওই রেলসেতুর নির্মাণ হয়েছে। তার উপর দিয়ে মুম্বই-আমদাবাদ রুটে বুলেট ট্রেন চলবে। ছবি: রেলমন্ত্রক।
২০২৩ সালের অগাস্ট মাসেই ওই রেলসেতুর নির্মাণ সম্পন্ন হয়। দ্বিখণ্ডিত নদীর উপর দিয়ে এবং সবুজে ঘেরা জায়গায় অবস্থিত রেলসেতুটি, যার উপর দিয়ে ছুটবে বুলেট ট্রেন। ছবি: রেলমন্ত্রক।
রেল মন্ত্রকের তরফে নবনির্মিত ওই রেলসেতুর ছবি পোস্ট করে লেখা হয়, ‘প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রযুক্তির মেলবন্ধন। গুজরাতের ভালসাডের অওরঙ্গা সেতুটি আগামী দিনে বুলেট ট্রেনের জন্য ব্যবহৃত হবে’। ছবি: রেলমন্ত্রক।
বুলেট ট্রেনের জন্য মুম্বই-আমদাবাদ হাই স্পিড রেল করিডর গড়ার কাজ চলছে। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড এর দায়িত্বে রয়েছে। ছবি: রেলমন্ত্রক।
২০২১ সালের নভেম্বর মাসে এই হাইস্পিড রেল করিডর গড়ার কাজ শুরু হয়। এর আওতায়, ছ’টি নদীর উপর সেতু গড়া হয়েছে। ছবি: রেলমন্ত্রক।
অওরঙ্গা সেতুটি ভাপি এবং বিলিমোরা স্টেশনের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেতুর আটটি গার্ডারের প্রত্যেকটির উচ্চতা ৪০ মিটার করে। ছবি: রেলমন্ত্রক।
নদীর উপর স্তম্ভ গড়ে তার উপর বসানো হয়েছে সেতুটিকে।ফলে সবমিলিয়ে আকর্ষণীয় উপস্থিতি। ছবি: রেলমন্ত্রক।
এই হাইস্পিড করিডরে নদীর উপর গড়ে তোলা সেতুর সংখ্যা মোট ২৪টি। এর মধ্যে গুজরাতেই ২০টি অবস্থিত, বাকি চারটি মহারাষ্ট্রে। ছবি: রেলমন্ত্রক।
এই প্রকল্পে মোট ১.০৮ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। এর মধ্যে কেন্দ্র ১০ হাজার কোটি, গুজরাত ও মহারাষ্ট্র সরকার ৫ হাজার কোটি করে এবং বাকি টাকা জাপানের থেকে ন্যূনতম ০.১ শতাংশ হারে ঋণ নেওয়া হয়েছে। ছবি: রেলমন্ত্রক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -