Kashmir Snowfall: হিমাঙ্কের ঢের নিচে তাপমাত্রা, ১৬ বছরে এই প্রথম, তুষারচাদরে ঢাকল ভূস্বর্গ
দেরিতে হলেও স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটল জম্মু ও কাশ্মীরের। বৃষ্টির মতো অঝোরধারায় তুষারপাত হয়ে চলেছে সেখানে। ফলে এই মুহূর্তে উপত্যকার রূপ শ্বেত-শুভ্র। ছবি: পিটিআই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেরিতে হলেও স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটল জম্মু ও কাশ্মীরের। বৃষ্টির মতো অঝোরধারায় তুষারপাত হয়ে চলেছে সেখানে। ফলে এই মুহূর্তে উপত্যকার রূপ শ্বেত-শুভ্র। ছবি: পিটিআই।
রবিবার সকালে তাই রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সব তুষারের চাদরে ঢাকা পড়ে গিয়েছে। বরফে ঢাকা উপত্যকা এই মুহূর্তে সাদা-কালো রূপে বিরাজ করছে। ছবি: পিটিআই।
তুষারপাতের সঙ্গে সঙ্গেই কাশ্মীরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে। শনিবার গুলমার্গের তাপমাত্রা ছিল মাইনাস ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। পহলগামের তাপমাত্রা মাইনাস ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ছবি: পিটিআই।
গত ১৬ বছরে কাশ্মীরের তাপমাত্রা এত নিচে নামেনি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোকেরনাগ এবং কাজিগুন্ডের তাপমাত্রা এই মুহূর্তে মাইনাস ৯ ডিগ্রির নিচেই। ছবি: পিটিআই।
তুষারপাতের সময় শুধুমাত্র স্কিয়িং-এর জন্যই কাশ্মীরে ভিড় করেন দলে দলে মানুষ। এবারও সেই ছবিই চোখে পড়ছে। তবে ভারী তুষারপাতের ফলে রাস্তাঘাটে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। জায়গায় জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ছবি: পিটিআই।
তুষারপাতের ফলে বিমান চলাচলও বিঘ্নিত হচ্ছে। কাশ্মীর এবং গোটা দেশের মধ্যে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে। রবিবার সকালে বাতিল হয়েছে চারটি বিমান। ছবি: পিটিআই।
বেশ কিছু বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারী তুষারপাতের জেরেই এমন সিদ্ধান্ত। রবির সকালে কিছু ক্ষণ যাও বা বন্ধ হয়েছিল তুষারপাত, খানক পর আবারও শুরু হয়। তাই বিমান চালানো যায়নি। ছবি: পিটিআই।
চলতি সপ্তাহেই মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী হয় কাশ্মীর। ২১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি, দীর্ঘ ৪০ দিনকার্যতই খরা ছিল সেখানে। ছবি: পিটিআই।
এ বছর তুষারপাত আদৌ হবে কিনা, সে নিয়েও সন্দিহান ছিলেন আবহবিদরা। প্রকৃতির এই খামখেয়ালের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেন তাঁরা। ছবি: পিটিআই।
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -