Mona Lisa: নিখুঁত শিল্পকর্ম বটেই, কিন্তু ‘মোনালিসা’র এত জনপ্রিয়তার কারণ কী?

Leonardo da Vinci: দেখে চোখ ফেরানো যায় না। আজও বিশ্বের অন্যতম সেরা সৃষ্টি মোনালিসা। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।

1/10
নয় নয় করে ৫০০ বছরেরও বেশি বয়স হয়েছে। কিন্তু আজও চোখ ফেরানোর উপায় নেই। লিওনার্দো ডা ভিঞ্চির অনন্যসৃষ্টি ‘মোনালিসা’ এতটাই আকর্ষণীয়। ছবি: পিক্সাবে।
2/10
বিশ্বের অন্যতম সেরা শিল্পকর্মের মধ্যে পড়ে ‘মোনালিসা’। ল্যুভর মিউজিয়ামে সামনাসামনি দেখার সুযোগ না পেলেও, ‘মোনালিসা’র সঙ্গে পরিচিত প্রায় সকলেই। ছবি: পিক্সাবে।
3/10
‘মোনালিসা’র এই জনপ্রিয়তার কারণ খুঁজতে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে যান অনেকেই। কী দেখে ‘মোনালিসা’র প্রতি এই মুগ্ধতা জন্মায়, তার কার্যকারণের একাধিক ব্যাখ্যাও রয়েছে। ছবি: পিক্সাবে।
4/10
ডা ভিঞ্চি যদিও কোনও রকম আড়ম্বর ছাড়াই ক্যানভাসে ‘মোনালিসা’কে ফুটিয়ে তোলেন। স্বচ্ছ আচ্ছাদন পরনে রয়েছে শুধু। কোনও গহনা নেই শরীরে। ঠোঁটের কোণে বিষাদ মেশানো ঈষৎ হাসি, আর মায়াবি দু’টি চোখ। ছবি: পিক্সাবে।
5/10
তাই ‘মোনালিসা’কে নিয়ে হইচইয়ের অর্থ খুঁজে পান না অনেকেই। সেই নিয়ে এযাবৎ কম ঘাঁটাঘাঁটি হয়নি। তবে ‘মোনালিসা’কে ঘিরে এই কৌতূহলের নেপথ্যে মুখ্যচরিত্রকে ঘিরে থাকা রহস্যও দায়ী। ছবি: পিক্সাবে।
6/10
কাকে দেখে ‘মোনালিসা’ ছবিটি এঁকেছিলেন ডা ভিঞ্চি, ওই মহিলার সঙ্গে তাঁর কী সম্পর্ক, আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন গবেষকরা। ছবির কাজ সম্পূর্ণ হওয়ার আগে থেকেই বিষয়টি নিয়ে উৎসাহ ছিল চরমে। ছবি: পিক্সাবে।
7/10
গবেষকদের মতে, অত্যন্ত যত্নসহকারে ছবিটি এঁকেছেন ডা ভিঞ্চি। ‘মোনালিসা’র চেহারায় আশ্চর্য এক সারল্য ফুটিয়ে তুলেছেন তিনি। আলো-ছায়ার অদ্ভুত এক মিশেলও লক্ষ্য করা যায়। ছবি: পিক্সাবে।
8/10
শুধু তাই নয়, ছবিতে মনুষ্যচরিত্রের জটিলতাও ডা ভিঞ্চি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন বলে মত গবেষকদের। তাঁর মতে, ছবিতে ‘মোনালিসা’র ঠোঁটের কোণে এক চিলতে হাসি রয়েছে বলে মনে হয়। কিন্তু কোথাও যেন নিজেকে সংযত করার চেষ্টাও রয়েছে, যেন অদৃশ্য এক দেওয়াল তুলেছেন ‘মোনালিসা’। ছবি: পিক্সাবে।
9/10
আবার বিশেষজ্ঞদের অনেকের মতে, ‘মোনালিসা’র এত জনপ্রিয় হওয়ার তেমন কোনও কারণ নেই। ছবিটি এমন কিছু আহামরি নয়। কিন্তু ঐতিহাসিক ল্যুভর মিউজিয়ামে জায়গা পাওয়ার জন্যই এত মানুষ ভিড় করেন। ছবি: পিক্সাবে।
10/10
তবে ল্যুভরে পৌঁছনোর আগে একাধিক বার হাতবদলও হয়েছে ‘মোনালিসা’। ফ্রান্সের রাজা প্রথম ফ্রাসিসের দখলে প্রথমে ছিল ছবিটি। শেষ জীবনে তাঁর দরবারেই ছিলেন ডা ভিঞ্চি। রাজ পরিবারের সংগ্রহে ছিল ছবিটি। এর পর ফরাসি বিপ্লবের সময় সেটি সরকারি সম্পত্তিতে পরিণত হয়। নেপোলিয়নের শয়নকক্ষেও একসময় টাঙানো ছিল ‘মোনালিসা’। ১৯ শতকে সেটি ল্যুভরে পৌঁছয়। ছবি: পিক্সাবে।
Sponsored Links by Taboola