Exit Poll 2024
(Source: Matrize)
Kate Middleton: ক্যান্সার আক্রান্ত ব্রিটেনের রাজা, মারণ রোগ রাজবধূর শরীরেও, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীই কি ফলছে?
ডায়ানার মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল। ব্রিটেনের রাজ পরিবার তার পরও ঘুরে দাঁড়িয়েছিল কিছুটা। কিন্তু একের পর এক ধাক্কায় আবারও প্রশ্ন উঠছে রাজ পরিবারের ভবিষ্যৎ নিয়ে। -ফাইল চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ সালে মৃত্যু হয় রানি দ্বিতীয় এলিজাবেথের। এর পর ৭৩ বছর বয়সে সিংহাসনে বসেন তাঁর ছেলে তৃতীয় চার্লস। কিন্তু সম্প্রতি ক্যান্সার ধরা পড়ে তাঁর। চার্লসের পর তাঁর ছেলে যুবরাজ উইলিয়ামের সিংহাসনে বসার কথা। কিন্তু তাঁর পরিবারেও বিপদ নেমে এসেছে। উইলিয়ামের স্ত্রী কেট, প্রিন্সেস অফ ওয়েলস-ও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। -ফাইল চিত্র।
ব্রিটেনের রাজ পরিবারের এই সঙ্কটজনক পরিস্থিতিতে নস্ত্রাদামুসের কথা স্মরণ করছেন অনেকে। কারণ ঢের আগেই ব্রিটেনের রাজ পরিবারের মাথায় বিপর্যয় নেমে আসার ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। -ফাইল চিত্র।
১৫ শতকের পয়গম্বর নস্ত্রাদামুস সাঙ্কেতিক ভাষায় এমন একাধিক ভবিষ্যদ্বাণী লিখে গিয়েছিলেন। ফরাসি বিপ্লব, নেপোলিয়ন ও অ্যাডল্ফ হিটলারের উত্থান, হিরোশিমা ও নাগাসাকির ধ্বংস, চাঁদে মানুষের পদার্পণ, ৯/১১ হামলার কথাও তিনি লিখে গিয়েছিলেন বলে দাবি ওঠে। -ফাইল চিত্র।
ব্রিটেনের রাজ পরিবার সম্পর্কেও নস্ত্রাদামুস এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে উঠে আসে। ব্রিটেনের রাজা সিংহাসনচ্যুত হবেন এবং কল্পনাতীত এক ব্যক্তি সেই জায়গায় অধিষ্ঠিত হবে বলে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর উল্লেখ মেলে। -ফাইল চিত্র।
চার্লস এবং কেটের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর কথা স্মরণ করছেন অনেকে।পাশাপাশি, আধুনিক যুগের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত আথোস সালোমের ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গও উঠে আসছে। নোভেল করোনাভাইরাসের প্রকোপ থেকে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এর মালিকানা ইলন মাস্কেরহাতে ওঠার কথা জানিয়েছিলেন আথোস। -ফাইল চিত্র।
কেটকে নিয়েও ভবিষ্যদ্বাণী করেন আথোস। শারীরিক অসুস্থতা কেটকে কাবু করে ফেলবে বলে জানিয়েছিলেন তিনি। আগামী দিনে রাজ পরিবারের সদস্য হিসেবে তাঁর দায়িত্বপালন নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন আথোস। -ফাইল চিত্র।
কেট নিজেকে ক্যান্সার আক্রান্ত বলে ঘোষণার পর তাই প্রমাদ গুনছেন অনেকে। কেট যেহেতু জন্মসূত্রে রাজ পরিবারের সদস্য নন, তাই তাঁর অবর্তমানে উইলিয়ামের রাজা হওয়া নিয়ে কোনও আশঙ্কা নেই। উইলিয়ামের পর তাঁর ছেলে জর্জ সিংহাসনে বসবেন। -ফাইল চিত্র।
কিন্তু যদি কেটের সঙ্গে অঘটন ঘটে, সেক্ষেত্রে উইলিয়াম রাজা হওয়ার মতো অবস্থায় থাকবেন কি না, উঠছে প্রশ্ন। সেক্ষেত্রে রাজ পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়া, যুবরাজ হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কলের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে কি না, হ্যারিই শেষ পর্যন্ত সিংহাসন সামলাবেন কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। -ফাইল চিত্র।
যদিও হ্যারিকে নিয়ে দ্বিধাবিভক্ত ব্রিটেনের সাধারণ মানুষ। ডায়ানার ছেলে বলে প্রত্যেকেই কমবেশি সমব্যথী তাঁর প্রতি। কিন্তু রাজ পরিবারের সদস্য হিসেবে হ্যারির দায়িত্বজ্ঞান নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। যেভাবে প্রকাশ্যে পরিবারের সদস্যদের দিকে আঙুল তুলেছেন তিনি, বাবা এবং দাদাকেও রেয়াত করেননি, তাতে হ্যারির সঙ্গে রাজ পরিবারের সম্পর্ক আদৌ আগের মতো হবে কি না, সেই নিয়েও সন্দিহান অনেকে। -ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -