King Cobra: ভারতে 'বিপন্ন' কিং কোবরা, সাপের সংখ্যা কমায় ভারতের বাস্তুতন্ত্রে বড় প্রভাবের আশঙ্কা
কিং কোবরা, যা বিজ্ঞান মহলে ওফিওফ্যাগাস হান্না নামেও পরিচিত , বিশ্বের বৃহত্তম বিষাক্ত সাপ। ফণার ধরন এবং যতটা উঁচুতে এরা শিকারদের দিকে লাফ দিতে পারে তা এঁদের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিং কোবরা ভারতের পশ্চিমঘাট, পূর্বঘাট এবং হিমালয়ের বিরাট এলাকায় পাওয়া যায়। অঞ্চল ভেদে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই সাপের।
এদের বিষ এতটাই শক্তিশালী যে একবার ছোবলে কয়েক মিনিটের মধ্যে পক্ষাঘাত এবং মৃত্যুর কারণ হতে পারে। শিকারের দিকে তেড়ে যাওয়ার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার। তবে মানুষের থেকে দূরে থাকতেই এরা পছন্দ করে।
কিন্তু ভারতে এই প্রজাতি ক্রমশই বিপন্ন হয়ে পড়ছে। যা বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য চিন্তা বাড়িয়ে তুলছে। কারণ এই সাপটি অনেক বিষাক্ত সাপকেও খেয়ে নেয়।
ফলে বাস্তুতন্ত্রে একটি নির্দিষ্ট ভারসাম্য থাকে। কিন্তু বসতির বিস্তারে এই প্রাণীগুলির আবাসস্থলেও কোপ পড়ছে।
অনেকেই নিজেদের প্রাণ বাঁচাতে এই প্রাণীটিকে একেবারে শেষ করে দেন। ফলে সঙ্কটে পড়ছে এই প্রজাতির প্রাণী।
বর্তমানে গবেষকরা তাই কিং কোবরার সংখ্যা সংরক্ষণ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। যাতে ঠিক থাকে বাস্তুতন্ত্র। ঠিক থাকে প্রকৃতির নির্দিষ্ট নিয়ম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -