Baba Vanga Predictions: নিজের লোকের হাতে খুন হতে পারেন পুতিন, বেরোবে মারণ রোগের ওষুধ, ২০২৪ সালের ভবিষ্যদ্বাণী
নতুন বছরের আগমনের সঙ্গে জড়িয়ে থাকে নতুন আশা, প্রত্যাশাও। নতুন বছরে কী ঘটতে পারে, তা নিয়ে ভবিষ্যদ্বাণীও শোনা যায় আগে থেকে। ২০২৩ সাল যখন শেষ হওয়ার মুখে, ২০২৪ সাল নিয়ে ভবিষ্যদ্বাণী সামনে এল আবারও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমান যুগের নস্ত্রাদামুস বলা হয় যাঁকে, বুলগেরিয়ার দৃষ্টিশক্তিহীন, মহিলা জ্যোতিষশাস্ত্রবিদ বাবা ভাঙ্গা আগামী বছরের ভবিষ্যদ্বাণী করেছিলেন ঢের আগেই, তাতে যে সম্ভাব্য ঘটনাবলীর উল্লেখ করেছেন তিনি, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
এর আগে, আমেরিকায় ৯/১১ হামলা এবং রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। আগামী দিনে পৃথিবীর কক্ষপথের অবস্থান পাল্টাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। মৃত্যুর ২৬ বছর পরও তাঁর ভবিষ্যদ্বাণী গুরুত্ব দিয়ে দেখা হয়।
৮৫ বছর বয়সে মৃত্যুর আগে, ২০২৪ সালের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা, তাতে বলা হয়েছে, ২০২৪ সালে খুন হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের দেশের লোকেদের হাতেই তিনি খুন হতে পারেন বলে দাবি করা হয়েছে ভবিষ্যদ্বাণীতে। এমনিতেই পুতিনের স্বাস্থ্যল নিয়ে একাধিক বার উদ্বেগজনক খবর সামনে এসেছে। পুতিন মারা গিয়েছেন বলে সম্প্রতি দাবি করে রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলও, পরে যা ভুয়ো বলে জানা যায়। কিন্তু ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট খুন হতে পারেন বলে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা, তা নিয়ে প্রমাদ গুনছেন পুতিনের অনুরাগীরা।
২০২৪ সালে ইউরোপ জুড়ে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারে বলেও দাবি করেছিলেন বাবা ভাঙ্গা। তাঁর দাবি ছিল, ইউরোপ জুড়ে সন্ত্রাসের বাড়-বাড়ন্ত চোখে পড়বে। একটি বড় দেশ জৈবিক অস্ত্র পরীক্ষা করতে পারে এবং তা ব্যবহার করে হামলাও চালাতে পারে বলে দাবি করেন বাবা ভাঙ্গা।
জলবায়ু পরিবর্তন এবং তার জেরে উদ্ভুত বিপর্যয়ের ইঙ্গিতও দিয়েছেন বাবা ভাঙ্গা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে, তেজস্ক্রিয়তার মাত্রা অতিরিক্ত হতে পারে বলেও দাবি করেন তিনি।
২০২৪ সালে বিশ্ব জুড়ে অর্থনৈতিক সঙ্কট দেখা দিতে পারে বলে দাবি করেন বাবা ভাঙ্গা। শুধু তাই নয়, তাবড় শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার সমীকরণ পাল্টাতে পারে, আন্তর্জাতিক রাজনীতিতে সঙ্কট তৈরি হতে পারে বলেও দাবি করেন।
বর্তমান দিনে সাইবার অপরাধ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বেই। বাবা ভাঙ্গার দাবি ছিল, ২০২৪ সালে সাইবার হানা বাড়বে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় নিরাপত্তা, আঁচ এড়াতে পারবে না কোনও ক্ষেত্রই।
২০২৪ সালে কৃত্রিম যন্ত্রমেধা তথা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার বাড়ব। বর্তমানে ব্যবহৃত কম্পিউটারের জায়গা দখল করবে কোয়ান্টম কম্পিউটার প্রসেস, একথাও বলে গিয়েছেন বাবা ভাঙ্গা।
চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের আভাসও দিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর দাবি, ২০২৪ সালে ক্যান্সার এবং অ্যালজাইমার্সের ওষুধ আবিষ্কার করতে সফল হবেন বিজ্ঞানীরা। এছাড়াও একাধিক সম্ভাবনার কথা জানিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা, যার মধ্যে উল্লেখযোগ্য হল, ১) ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে অনাহার থেকে বেরিয়ে আসার রাস্তা মিলতে পারে, ২) ২০৭৬ সালে কমিউনিজমের প্রত্যাবর্তন ঘটতে পারে, ৩) ২৩০৪ সাল নাগাদ টাইম ট্রাভেলে সাফল্য মিলতে পারে। ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। ওই বছরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে দাবি করে গিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -