বড়দিনে নারী সুরক্ষায় নজর রাখবে মহিলা পুলিশ, নিরাপত্তা দিতে রাজপথে 'দ্য উইনার্স'
প্রকাশ সিনহা, কলকাতা: বড়দিনে শহরজুড়ে মহিলাদের নিরাপত্তা দিতে বিশেষ পদক্ষেপ নিল বিধাননগর কমিশনারেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের শ্লীলতাহানি, ইভ-টিজিং-এর মত বিষয়ে নিরাপত্তা দিতে বিধাননগর পুলিশ চালু করল দ্য উইনার্স। মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে শুক্রবার এক বিশেষ মহিলা পুলিশের দল তৈরি করা হল বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে।
জানা গিয়েছে, এই দলে থাকছেন ২৪ জন মহিলা পুলিশ কর্মী। প্রশিক্ষিত এই মহিলা পুলিশকর্মীরা ১২টি স্কুটিতে চড়ে পুরো বিধাননগর কমিশনারেট এলাকায় প্রদক্ষিণ করে নজরদারি চালাবেন।
বিধাননগর সিটি পুলিশ সূত্রের খবর, মূলত বড়দিন এবং ৩১ ডিসেম্বরকে মাথায় রেখেই এই উইনার্স টিম বানানো হয়েছে।
গত কয়েক মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছে এই 'দ্য উইনার্স' টিম। এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন বিধাননগর সিটি পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার।
নারী সুরক্ষার কথা মাথায় রেখে এবার সল্টলেকের রাস্তায় নামল উইনার্স টিম । কলকাতা পুলিশের আদলেই তৈরি করা হয়েছে এই মহিলা উইনার্স টিমকে ।
বড়দিন ও ৩১ ডিসেম্বর সল্টলেকের একাধিক পার্কের বাইরে ও মহিলা কলেজের বাইরে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে এই উইনার্স টিম , এমনটাই জানা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -