Durga Puja 2021 Special : ঠাকুর দেখতে যাওয়ার আগে কলকাতা পুলিশের এই পোস্ট পড়ে নিন !
করোনা পরিস্থিতিতে এবছর পুজো কমিটিগুলিকে কী কী নিয়ম মানতে হবে, কোন কোন নিয়ম মেনে দর্শক প্রতিমা দর্শন করবেন, তা নিয়ে বিস্তারিত ফেসবুক পোস্ট করল কলকাতা পুলিশ। তাতে নিম্নে উল্লিখিত বিষয়গুলি লেখা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বছর মণ্ডপের ভিতরে কারও প্রবেশ নিষেধ। মণ্ডপগুলো সবদিক থেকে খোলা রাখতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পর্যাপ্ত জায়গা থাকে
প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা প্রবেশ এবং বাহির দ্বার থাকবে।
সর্বসাধারণকে পুজো কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হবে পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে, যাতে মণ্ডপে ফুলের জন্য অপেক্ষা করতে গিয়ে ভিড়ের সৃষ্টি না হয়
সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ ইত্যাদির সময় যাতে বেশি ভিড় না হয়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা নিতে হবে।
মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ, এবং ওই জাতীয় অন্যান্য কর্মসূচীর ক্ষেত্রে সংযমী হতে হবে
যাঁরা মণ্ডপে ঢুকবেন, যাঁরা অঞ্জলি বা সিঁদুরখেলায় অংশ নেবেন, তাঁদের সবার করোনার টিকার দু’টি ডোজ নেওয়া থাকতেই হবে এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
বিভিন্ন পুরস্কারের বিচারক মণ্ডলী যথাসম্ভব অনলাইনেই মণ্ডপ পরিদর্শন করবেন, এবং সশরীরে পরিদর্শন করলে সকাল দশটা থেকে দুপুর তিনটের মধ্যে করবেন, যখন দর্শনার্থীদের ভিড় অপেক্ষাকৃত কম থাকে
ভিড় কমাতে তৃতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে
নিয়ম মানা না হলে পুলিশ পুজোর অনুমতি বাতিল করতে পারবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -