Ganesh Chaturthi : চলছে শেষ মুহূর্তে রঙের পোঁচ দেওয়া, মণ্ডপে যাওয়ার আগে কুমোরটুলিতে সাজুগুজু গণপতির
রাত পেরোলেই চতুর্থী, বৃষ্টির মধ্যেই কুমোরটুলি জুড়ে চলছে গণেশ প্রতিমার চূড়ান্ত প্রস্তুতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ার্কশপ থেকে একে একে মূর্তি রওনা দিচ্ছে মণ্ডপে। বৃষ্টি থেকে বাঁচতে মূর্তি মুড়িয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকে।
নানা রঙের গণেশ শোভা পাচ্ছে পটুয়াপাড়ায়। বড় গণেশের দাম ৪ থেকে ১০ হাজার টাকা। আরও বেশি দামের মূর্তিও পাওয়া যাচ্ছে ।
তবে শিল্পীরা জানালেন, এই বছর বারোয়ারি পুজোয় বড় মূর্তির চাহিদা একটু কম। ঝোঁক বেড়েছে ছোট মূর্তি কেনার।
৪০০-৫০০ টাকার মূর্তিও মিলছে যথেষ্ট।
প্রবীণ প্রতিমাশিল্পী জানালেন, গতবছরের তুলনায় অবশ্য এই বছর মূর্তির চাহিদা বেশি। দুর্গাপুজোয় খুব একটা ক্ষতির সম্মুখীন হবে না কুমোরটুলি, বলেই ধারণা অনেকের।
গণেশ মূর্তির সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে মা দুর্গার ছোট ছোট প্রতিমাও, যা খুব শিগগিরি পাড়ি দেবে দূরে কোথাও।
সকাল থেকে বৃষ্টি নামায় ক্রেতার আনাগোনা খুবই কম। তারই মাঝে মাস্ক পরে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
শিল্পীরা মূলত কুমোরটুলি এলাকার বাসিন্দা হলেও, অনেক শ্রমিকই আসেন কলকাতার বাইরে থেকে। তাঁদের ভ্যাকসিনেশনের ব্যবস্থাও করা হয়েছে কুমোরটুলির তরফে।
কোথাও কোথাও গণেশের পাশাপাশিই চলছে দুর্গা প্রতিমাতে মাটির প্রলেপ দেওয়ার কাজও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -