Janmashtami Durga Khuti Puja : জন্মাষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো শহর জুড়ে, বেলুড়ে কাঠামো পুজোয় দেবী আবাহন
বেহালা আদর্শ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার ৬৪ বছরে পা দিল এই পুজো। এবারের থিম আনন্দধারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে খোলামেলা মণ্ডপ। যাতে বাইরে থেকেই প্রতিমা দর্শন করা যায়। এদিন জন্মাষ্টমী উপলক্ষে খুঁটিপুজো হয়।
জন্মাষ্টমীর দিন প্রথা মেনে বেলুড়মঠে কাঠামো পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন। স্বামী বিবেকানন্দের হাত ধরে, ১৯০১ সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে। এবার মঠের পুজো পা দিল ১২১ বছরে।
প্রতিবছর এই দিনটায়, বেলুড় মঠে ভিড় করেন অগণিত ভক্ত। কিন্তু, করোনা আবহে এ বছর কাঠামো পুজোর দিন মঠে ভক্তদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা।
জন্মাষ্টমীর দিন খুঁটিপুজো করল একডালিয়া এভারগ্রিন। এবার তাদের পুজো ৭৯ বছরে পা দিল। করোনা আবহে এবার পুজোর বাজেটে কাটছাঁট করা হয়েছে।
এদিন খুঁটিপুজোয় অংশ নেন পুজোর উদ্যোক্তা ও মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ মালা রায়।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবার ৮৬ বছর। জন্মাষ্টমীর দিন খুঁটিপুজো হয়।
উদ্যোক্তা সজল ঘোষ জানিয়েছেন, করোনা আবহে বাজেট কাটছাঁট হলেও চমক থাকছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয়।
উত্তর কলকাতার সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এদিন খুঁটিপুজোর পাশাপাশি, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শান্তির বার্তা দেওয়া হয় ক্লাবের তরফে
মহিলারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -