Independence Day 2021 : প্রাক স্বাধীনতা দিবসের শনিবাসরীয় প্রস্তুতি রেড রোডে, কখন অনুষ্ঠান
৭৫ তম স্বাধীনতা দিবসের আগে কলকাতা সহ বিভিন্ন জেলায় কড়া নিরাপত্তা। স্টেশন চত্বর থেকে জনবহুল এলাকাগুলিতে স্নিফার ডগ দিয়ে চলছে নাকা তল্লাশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল সাড়ে ১০ টায় ডায়াসে উঠবেন মুখ্যমন্ত্রী। করবেন পতাকা উত্তোলন। গাওয়া হবে জাতীয় সঙ্গীত।
দর্শক শূন্য রেড রোডে অনুষ্ঠান হলেও থাকছে ট্যাবলো। শহরের অন্যত্রও দেখা গেল স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মহড়ায় হাজির ছিলেন সঙ্গীতশিল্পী বিধায়ক অদিতি মুন্সি। তাঁর হাতে ধরা ঘুড়িতে খেলা হবের প্রতীক।
করোনা আবহে এবারও দর্শকশূন্য রেডরোডেই হবে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ, শোভাযাত্রা।
রাজ্য সরকার সূত্রে খবর, এবার রেডরোডে মাত্র আধঘণ্টার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’, ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’, ‘পাড়ায় সমাধান’ সহ রাজ্য সরকারের মোট ৯টি ট্যাবলো।
১৫ অগাস্ট উপলক্ষ্যে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন থাকবেন ৪ হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার।
আজ জোরকদমে হয়ে গেল আগামীকালের অনুষ্ঠানের প্রস্তুতি। উড়ল তেরঙ্গা ফানুস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -