Kolkata Traffic Police Pics: শিক্ষকের ভূমিকায় পুলিশ, গরিব পরিবারের শিশুদের নিয়ে খোলা আকাশের নিচেই চলছে ক্লাসরুম
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনা চলছে অনলাইনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এমন অনেক পরিবারের শিশুরা রয়েছে, যাদের পড়াশোনার জন্য স্কুলই একমাত্র ভরসা। প্রাইভেট টিউশন নেওয়ার মতোও আর্থিক সামর্থ্য নেই।
করোনা পরিস্থিতিতে এই সকল ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনার আগ্রহ হারিয়ে না ফেলে, তাদের জন্য বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের।
তাই মাঝেরহাট মধু বস্তির বাচ্চাদের নিয়ে খোলা আকাশের নিচেই চলছে পুলিশের ক্লাসরুম। অপরদিকে মাস্টারমশাই হিসেবে পুলিশকাকুদের পেয়ে খুশি কচিকাঁচারাও।
গত ১১ অগাস্ট থেকে ৩০ জন কচিকাঁচাদের নিয়ে টিউশন চালু করেছেন সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা।
সারাদিন ধরে রোদ-ঝড়-বৃষ্টিতে নিজেদের ডিউটি সামলানোর পর তাঁরাই হয়ে উঠছেন শিক্ষক।
শিক্ষকের ভূমিকায় থাকতে পেরে ট্রাফিক পুলিশকর্মীরা জানাচ্ছেন, স্কুল বন্ধ থাকায় যাতে পড়াশোনার ক্ষতি না হয়, তাই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন।
যতদিন না পর্যন্ত স্কুল খুলছে, ততদিন এভাবেই দুঃস্থ, গরিব শিশুদের এভাবেই শিক্ষাদানের কাজ চালানোর পরিকল্পনা তাঁরা।
বই, খাতা, পেন, পেন্সিল পুলিশকর্মীরা নিজেদের টাকা থেকেই দিচ্ছেন শিশুদের। তারইসঙ্গে শিশুরা যাতে রোজ পড়তে আসে তার জন্য কোনওদিন চকলেট, কোনওদিন লজেন্সও দিচ্ছেন তাঁরা।
ডিসি ট্রাফিক অরিজিত সিনহা জানাচ্ছেন, লকডাউনে কমিউনিটি পুলিশিং করতে গিয়ে পুলিশকর্মীরা দেখেন, এই শিশুদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। তাদের পাশে থাকার জন্য সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে। (তথ্য ও ছবি- পার্থ প্রতিম ঘোষ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -