Happy Birthday Ishant Sharma: পন্টিংয়ের রাতের ঘুম কেড়েছিলেন, পেসারদের তালিকায় কপিলের পরেই ইশান্ত
বৃহস্পতিবার ৩৩ সম্পূর্ণ করলেন ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬ ফিট ৪ ইঞ্চি উচ্চতা, হাই আর্ম অ্যাকশন, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারার দক্ষতা, কেরিয়ারের শুরু থেকেই নজর কাড়েন ইশান্ত।
২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক। পরের মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয়।
জাতীয় দলের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন দিল্লির ডানহাতি পেসার। নিয়েছেন ৩১১টি উইকেট।
টেস্ট উইকেট সংখ্যায় ভারতীয় পেসারদের মধ্যে কপিল দেবের (৪৩৪) পরেই দু'নম্বরে রয়েছেন ইশান্ত। সব মিলিয়ে ভারতীয় বোলারদের তালিকায় পাঁচ নম্বরে। অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিংহ (৪১৭) ও আর অশ্বিনের (৪১৩) পরেই।
৮০টি ওয়ান ডে খেলে ১১৫টি উইকেট রয়েছে ইশান্তের।
১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেট নিয়েছেন দিল্লির ডানহাতি পেসার।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৪ উইকেট রয়েছে ইশান্তের।
আইপিএলে ইশান্ত খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এক সময় খেলেছেন কলকাতা নাইট রাইডার্সেও।
আইপিএলে ৯৩ ম্যাচে ৭৩টি উইকেট রয়েছে ইশান্তের।
কিংবদন্তি রিকি পন্টিংয়ের বিরুদ্ধে তাঁর সাফল্য ঈর্ষণীয়। ইশান্তের বল খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন রিকি। টেস্টে মোট ৬বার ইশান্তের শিকার পন্টিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -